মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ১৩ এজেন্সির বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অতিরিক্ত অর্থ আদায় করে প্রায় ১১৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরো ১৩ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠান সরকার নির্ধারিত ফির চেয়ে পাঁচ গুণ পর্যন্ত বেশি অর্থ আদায় করেছে।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, এসব মামলায় আসামির সংখ্যা হতে পারে ৩১ জন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাবেক সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিমসহ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) বিভিন্ন পদে থাকা ব্যক্তিরা।
এর আগে গত মার্চে একই অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীসহ ১২টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেছিল দুদক।
দুদকের অনুসন্ধান বলছে, ২০২২ থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে চুক্তির বাইরে শ্রমিক পাঠানো হয়। পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য খাতে অতিরিক্ত অর্থ আদায়ের মাধ্যমে প্রতারণা করা হয়েছে।
১৩টি নতুন এজেন্সি এবং আগের ১২টি মিলিয়ে মোট ২৫টি প্রতিষ্ঠান ও ৬৪ জন ব্যক্তি প্রায় ২ হাজার ২৮৮ কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, ২০১৮ সালে অনিয়মের কারণে মালয়েশিয়া বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ করে। পরে ২০২১ সালে নতুন চুক্তির মাধ্যমে শ্রমিক নেওয়া শুরু হয়। সরকার শ্রমিক ভিসার সর্বোচ্চ ফি নির্ধারণ করে ৭৮ হাজার ৫৪০ টাকা। কিন্তু সিন্ডিকেট করে ২০-২৫টি এজেন্সি এই প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে থাকে এবং অতিরিক্ত অর্থ আদায় করে।
তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর