বাংলাদেশি নাগরিকদের জন্য চীনা ভিসার নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১

বাংলাদেশি নাগরিকদের জন্য চীনা ভিসা আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে ঢাকার চীন দূতাবাস। নতুন নির্দেশনায় আবেদনকারীদের জন্য অনলাইন আবেদন, প্রাথমিক পর্যালোচনা, সাক্ষাৎকার, পাসপোর্ট জমা ও ভিসা সংগ্রহের ধাপগুলো আরো স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
আবেদনকারীদের প্রথমে https://www.visaforchina.cn ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে।
আবেদন জমা দেওয়ার পর এক কার্যদিবসের মধ্যে প্রাথমিক পর্যালোচনার ফলাফল পাওয়া যাবে। যদি ‘সংশোধন’ বা ‘পরিপূরক নথি’ চাওয়া হয়, তাহলে তা সংশোধন করে পুনরায় জমা দিতে হবে। যদি ‘ভিডিও সাক্ষাৎকারের সময়সূচি’ আসে, তাহলে নির্ধারিত সময় অনুযায়ী দূতাবাসে সাক্ষাৎকারে অংশ নিতে হবে।
যদি ফলাফল 'অনলাইন পর্যালোচনা সম্পন্ন' হয়, তাহলে আবেদনকারী বা তার প্রতিনিধি পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্র এবং আঙুলের ছাপ দিতে ভিসা সেন্টারে যেতে পারবেন। এ ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।
১৪ বছরের কম বা ৭০ বছরের বেশি বয়সী, পূর্বে আঙুলের ছাপ দেওয়া, শারীরিকভাবে অক্ষম অথবা ৩১ ডিসেম্বরের আগে ১৮০ দিনের কম সময়ের জন্য একক/ডাবল এন্ট্রি ভিসার আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন নেই। তারা অন্য কাউকে দিয়ে কাগজপত্র জমা দিতে পারবেন।
আবেদনকারীরা পিকআপ ফর্মে উল্লেখিত তারিখে ভিসা সংগ্রহ করতে পারবেন। নিয়মিত প্রক্রিয়ায় ভিসা পেতে ৪ কর্মদিবস এবং জরুরি প্রক্রিয়ায় ৩ কর্মদিবস সময় লাগে।
যদি কোনো আবেদন প্রাথমিক পর্যবেক্ষণে প্রত্যাখ্যাত হয়, তাহলে ৩ কর্মদিবসের মধ্যে সংশোধন করে পুনরায় জমা দিতে হবে। অনুমোদনের পর ২ কর্মদিবসের মধ্যে পাসপোর্ট জমা দিতে হবে এবং এক কর্মদিবসের মধ্যে ভিসা সংগ্রহ করা যাবে।
দূতাবাস অনুরোধ জানিয়েছে, যারা এজেন্সির সহায়তা নিচ্ছেন, তারা যেন ভ্রমণ পরিকল্পনায় বিলম্ব এড়াতে সময়সীমা মেনে চলেন।
তথ্যসূত্র: চায়নিজ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ওয়েবসাইট