বাংলাদেশি 'অবৈধ' অভিবাসী নিয়ে উদ্বেগে ইউরোপীয় কমিশন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশি ‘অবৈধ’ অভিবাসীর সংখ্যা বাড়ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের অভিবাসন ও সুরক্ষাবিষয়ক পরিচালক মিশায়েল শটার। ১১ সেপ্টেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই উদ্বেগ জানান।
শটার বলেন, ইউরোপের অভ্যন্তরে অভিবাসনবিরোধী রাজনৈতিক চাপ বাড়ছে, যা বাংলাদেশি অভিবাসীদের জন্যও চ্যালেঞ্জ তৈরি করছে। তিনি অবৈধ অভিবাসন রোধে বাংলাদেশ সরকারের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “ইউরোপীয় ইউনিয়ন আমাদের উন্নয়ন অংশীদার ও পরীক্ষিত বন্ধু। আমাদের বিপুল শ্রমশক্তি ইইউভুক্ত দেশে কাজ করছে। আমরা সব সময় বৈধভাবে দক্ষ ও স্বল্পদক্ষ শ্রমিক পাঠাতে চেষ্টা করি”। তিনি বাংলাদেশ থেকে দক্ষ, স্বল্পদক্ষ ও অদক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে ইউরোপীয় কমিশনের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে মানব পাচার, সীমান্ত সুরক্ষা, পুলিশ সংস্কার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ মানব পাচার রোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। ইতোমধ্যে মানব পাচার সিন্ডিকেটের কয়েকজনকে আইনের আওতায় আনা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনের সংস্কার প্রক্রিয়া চলছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো জানান, পুলিশ সংস্কারের কাজও চলমান রয়েছে, যাতে অভ্যন্তরীণ নিরাপত্তা ও সুশাসন আরো জোরদার হয়।
মিশায়েল শটার বাংলাদেশ সরকারের উদ্যোগের প্রশংসা করে বলেন, ইউরোপীয় ইউনিয়ন অভিবাসন ও নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তিনি একসঙ্গে কাজ করার আশ্বাস দেন।
সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই বৈঠককে বাংলাদেশ-ইইউ সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: দৈনিক বাংলাদেশ প্রতিদিন