আসন্ন নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৭

প্রবাসী বাংলাদেশিদের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ চালু হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্রধারী ও নিবন্ধিত প্রবাসী ভোটাররা ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি অ্যাপের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
সম্প্রতি কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ বিষয়ক আলোচনা সভায় সিইসি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিইসি বিদেশে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন এবং আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রবাসীদের আহ্বান জানান। তিনি বলেন, “প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রযুক্তিনির্ভর ও নিরাপদ ব্যবস্থা গ্রহণ করছে”।
সভায় সিইসি বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি, প্রবাসীদের নিবন্ধন পদ্ধতি এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রবাসীরা সিইসিকে কানাডা সফরে এসে মতবিনিময়ের সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানান এবং কনস্যুলেটের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
কনসাল জেনারেল মো. ফারুক হোসেনের সঞ্চালনায় আয়োজিত সভায় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। উপস্থিত ছিলেন ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী।
সভায় মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে প্রবাসীরা তাদের মতামত ও উদ্বেগ তুলে ধরেন। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে, প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা করা হবে।
তথ্যসূত্র: বাসস