অস্ট্রেলিয়ার কোম্পানির বিরুদ্ধে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের ক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৫

অস্ট্রেলিয়ার গ্লাভস প্রস্তুতকারক প্রতিষ্ঠান আনসেলের মালয়েশিয়ান সরবরাহকারী মেডিসেরামের বিরুদ্ধে বাংলাদেশি শ্রমিকদের শোষণের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, অন্তত ২২০ জন বাংলাদেশি শ্রমিক জোর করে কাজ করানো, বেতন না দেওয়া, ঋণের ফাঁদে ফেলা এবং দেশে ফেরত পাঠানোর মতো মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন।
এই অভিযোগ করেছেন আন্তর্জাতিক শ্রম অধিকারকর্মী অ্যান্ডি হল। তিনি জানান, শ্রমিকদের চাকরি পাওয়ার জন্য গড়ে ৫ হাজার ২০০ মার্কিন ডলার করে দিতে হয়েছে। এরপর মালয়েশিয়ায় গিয়ে তারা মাসের পর মাস বেতন ও ওভারটাইম পাননি। অভিযোগ তোলার কারণে অন্তত ৩৩ জনকে চাকরি থেকে বাদ দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এক শ্রমিক জানান, তাদের আবাসনে প্রতিটি কক্ষে ছয়জন করে থাকতে বাধ্য করা হতো, যা ছিল অস্বাস্থ্যকর ও অমানবিক। যদিও মেডিসেরাম দাবি করেছে, তারা স্থানীয় নিয়ম মেনে চলে এবং অভিযোগের জবাব দিতে প্রস্তুত।
মানবাধিকার আইন বিশেষজ্ঞরা বলছেন, অস্ট্রেলিয়ার কোম্পানিগুলোর সরবরাহ ব্যবস্থায় শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে আরো কঠোর আইন দরকার। মানবাধিকার আইন কেন্দ্রের সহযোগী পরিচালক ফ্রেয়া দিনশ বলেন, “শ্রমিকদের শোষণ ঠেকাতে কোম্পানিগুলোকে বাধ্য করতে হবে”।
এর আগেও ২০১৭ সালে আনসেলের বিরুদ্ধে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় শ্রম অধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল। এবার নতুন করে একই ধরনের অভিযোগে প্রতিষ্ঠানটি আবারো আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে।
শ্রমিক অধিকারকর্মীদের মতে, অভিযোগ প্রমাণিত হলে এটি হবে অস্ট্রেলিয়ার অন্যতম বড় করপোরেট দাসত্বের ঘটনা, যা বিশ্বজুড়ে শ্রমিক সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলবে।
তথ্যসূত্র: দৈনিক যুগান্তর