২০২৬ সালের হজের প্রাথমিক নিবন্ধন শেষ হবে ১২ অক্টোবর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের হজের জন্য প্রাথমিক নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১০ সেপ্টেম্বর এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়সীমা আর বৃদ্ধি করা হবে না।
মন্ত্রণালয় জানিয়েছে, হজে যেতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। সময়সীমা শেষ হওয়ার পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। তাই আগ্রহীদের দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
২০২৬ সালের হজ ব্যবস্থাপনায় সৌদি সরকার বেশ কিছু নতুন নিয়ম ও প্রযুক্তি সংযোজন করেছে, যার মধ্যে রয়েছে ডিজিটাল হজ আইডি, স্মার্ট ট্র্যাকিং সিস্টেম এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ব্যবস্থা। এসব ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ সরকারও হজযাত্রীদের নিবন্ধন ও প্রস্তুতি কার্যক্রমে আধুনিকায়ন এনেছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধনকারীদের তথ্য যাচাই, প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা এবং ভিসা প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করতে হবে। এজন্য নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে সরকার এবার সময়সীমা কঠোরভাবে অনুসরণ করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আগ্রহী হজযাত্রীরা ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট হজ অফিস থেকে বিস্তারিত তথ্য ও সহায়তা নিতে পারবেন।
তথ্যসূত্র: বাসস