Logo
×

Follow Us

বাংলাদেশ

ফিজিতে মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থানরত বাংলাদেশি নাগরিক আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪

ফিজিতে মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থানরত বাংলাদেশি নাগরিক আটক

ফিজির রাকিরাকি অঞ্চলে মেয়াদোত্তীর্ণ কর্মসংস্থান ভিসায় অবস্থানরত এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ফিজি টাইমস জানিয়েছে, ‘রাকিব’ নামে পরিচিত ওই ব্যক্তি তিন মাস ধরে নিখোঁজ ছিলেন এবং সম্প্রতি নাইভুভুনি গ্রামের কাছে একটি অস্থায়ী ঝুপড়িতে লুকিয়ে থাকার সময় তাকে আটক করা হয়।

রাকিব আগে রাকিরাকির একটি নির্মাণ কোম্পানিতে কর্মরত ছিলেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তিনি নিখোঁজ হয়ে যান এবং স্থানীয় এক বাসিন্দার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে তার খামারে থাকার অনুমতি নেন। সেখানে তিনি একটি সবজির খামার গড়ে তোলেন এবং স্থানীয়ভাবে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলেন।

ফিজি পুলিশ ও অভিবাসন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে। বর্তমানে রাকিবকে দেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) প্রক্রিয়া শুরু হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি এবং তাদের কাছে পাঠানো প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।

এই ঘটনা ফিজিতে অভিবাসন আইন ও ভিসা ব্যবস্থাপনার কঠোর বাস্তবতা তুলে ধরেছে। দেশটির অভিবাসন নীতিমালায় স্পষ্টভাবে বলা আছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর কেউ যদি অবৈধভাবে অবস্থান করে, তাহলে তাকে আটক করে দেশে ফেরত পাঠানো হবে। রাকিবের মতো অনেক অভিবাসী কর্মী, যারা উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমান, তারা কখনো কখনো আইনি জটিলতায় পড়ে এমন অনিশ্চিত অবস্থায় দিন কাটান।

বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘটনা শুধু অভিবাসন ব্যবস্থার দুর্বলতা নয়, বরং মানবিক দৃষ্টিকোণ থেকেও ভাবনার বিষয়। একজন মানুষ, যিনি নিজের শ্রম দিয়ে খামার গড়ে তুলেছেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আগে আইনি সহায়তা ও মানবিক বিবেচনা জরুরি।

তথ্যসূত্র: দ্য ফিজি টাইমস

Logo