Logo
×

Follow Us

বাংলাদেশ

কিরগিজস্তানে প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি দেশে ফিরেছেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩

কিরগিজস্তানে প্রতারণার শিকার ১৮০ বাংলাদেশি দেশে ফিরেছেন

গার্মেন্টস ও নির্মাণ খাতে ভালো বেতনের চাকরির প্রলোভনে কিরগিজস্তানে গিয়ে প্রতারণার শিকার হওয়া ১৮০ জন বাংলাদেশি নাগরিক বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। ১০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৩টায় তারা বিশকেক থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সমন্বয়ে ফেরত আসা এসব প্রবাসীকে অর্থ ও জরুরি সহায়তা প্রদান করা হয়।

ব্র্যাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান জানান, “বেশি বেতনের আশায় এসব মানুষকে কিরগিজস্তানে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে অনেকে কাজ পাননি, বেতন পাননি, নথিপত্রহীন হয়ে পড়েন এবং ভয়াবহ নির্যাতনের শিকার হন। অনেক পরিবারকে মুক্তিপণও দিতে হয়েছে।”

ফেরত আসা লালমনিরহাটের শহীদুল ইসলাম জানান, ওয়েল্ডিংয়ের কাজের আশায় ২০২৪ সালের ৩ জুন বিশকেকে পৌঁছান। পরদিনই তার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। সাত মাস বেতন ছাড়া কাজ করে শেষে নিজেই পুলিশের কাছে ধরা দেন। তিন মাস জেল খেটে দেশে ফিরেছেন।

শরীয়তপুরের প্রিন্স মিয়া জানান, ইউরোপ পাঠানোর আশ্বাসে দালাল তাকে দুবাই হয়ে বিশকেকে নিয়ে যায়। ৪ লাখ ৮০ হাজার টাকা দিয়েও তিনি ৪৪ দিন মধ্য এশিয়ার জেলে আটক ছিলেন।

কুষ্টিয়ার মিলন আলী জানান, ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেও কোনো সহায়তা পাননি। চার মাস বেতন না পেয়ে নিজেই পুলিশের কাছে ধরা দেন। তিন মাসের বেশি সময় কারাগারে ছিলেন। তিনি দাবি করেন, তাকে ও অন্যদের তীব্র রোদে দাঁড় করিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে।

ব্র্যাক জানিয়েছে, গত আট বছরে বিমানবন্দরে ৩৫ হাজারের বেশি বিদেশফেরতকে সহায়তা দিয়েছে তারা। শুধু ২০২৪ সালেই ৪০ জনকে বিভিন্ন দেশ থেকে উদ্ধার করা হয়েছে। মানব পাচারবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের টিআইপি হিরো-২০২৪ পুরস্কারপ্রাপ্ত আল-আমিন নয়ন ও রায়হান কবিরসহ একটি দল এই কাজে যুক্ত রয়েছেন।

বিদেশে বিপদে পড়া প্রবাসীরা ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের সঙ্গে যোগাযোগ করে সহায়তা ও পুনরেকত্রীকরণের সুযোগ নিতে পারেন।

তথ্যসূত্র: ব্র্যাক মাইগ্রেশন

Logo