Logo
×

Follow Us

বাংলাদেশ

জাপানে এক লাখ কর্মীর চাকরির সুযোগ, শর্ত জাপানি ভাষা দক্ষতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০

জাপানে এক লাখ কর্মীর চাকরির সুযোগ, শর্ত জাপানি ভাষা দক্ষতা

জাপানে এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই সুযোগ পেতে হলে প্রার্থীদের জাপানি ভাষায় দক্ষতা থাকতে হবে। ৯ সেপ্টেম্বর সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “জাপানে কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরি হয়েছে। জাপানি ভাষা জানার পাশাপাশি যে কোনো ধরনের দক্ষতা থাকলেই বাংলাদেশি কর্মীরা সেখানে চাকরি পেতে পারেন।" এই উদ্যোগের মাধ্যমে দেশের তরুণদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

এই বৈঠকে অর্থ উপদেষ্টা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। বিশেষ করে জাপানে কর্মী পাঠানোর উদ্যোগকে তিনি একটি যুগান্তকারী সম্ভাবনা হিসেবে উল্লেখ করেন, যা দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সহায়ক হবে।

সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নে জাপানি ভাষা প্রশিক্ষণ, দক্ষতা যাচাই এবং আন্তর্জাতিক মানের প্রস্তুতির ওপর জোর দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে করে বাংলাদেশি কর্মীরা বৈশ্বিক শ্রমবাজারে আরো প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

তথ্যসূত্র: সময় অনলাইন

Logo