
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী একটি ফ্লাইট ১১৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফিরে এসেছে। ৯ সেপ্টেম্বর দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয় নেপাল কর্তৃপক্ষ। ফলে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৭১ ফ্লাইটটি নির্ধারিত সময়েই ঢাকা থেকে ছেড়ে যায়। কিন্তু কাঠমান্ডু বিমানবন্দরের কাছাকাছি পৌঁছেও ফ্লাইট বাতিলের কারণে বিমানটি ফিরে আসতে বাধ্য হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর।
কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, রাজধানীর কোটেশ্বর এলাকায় ধোঁয়া দেখা যাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতা জারি করে। যদিও বিমানবন্দরের মহাব্যবস্থাপক হংস রাজ পান্ডে বলেন, “বিমানবন্দর বন্ধ হয়নি, তবে সতর্কতা মেনে কার্যক্রম সীমিত রাখা হয়েছে।”
নেপালে চলমান অস্থিরতার পেছনে রয়েছে সরকারের দুর্নীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে তরুণদের আন্দোলন। ৮ সেপ্টেম্বর পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হন এবং আরে অনেকে আহত হন। এরপর থেকেই কাঠমান্ডুসহ বড় শহরগুলোতে কারফিউ জারি রয়েছে, যা বিমান চলাচলসহ সাধারণ জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছে।
এই পরিস্থিতিতে বাংলাদেশি যাত্রীদের নিরাপত্তা ও ফেরত আনার বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: চ্যানেল টোয়েন্টিফোর