Logo
×

Follow Us

বাংলাদেশ

নেপালে আটকে পড়া বিমান যাত্রীদের সেবায় তৎপর দূতাবাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬

নেপালে আটকে পড়া বিমান যাত্রীদের সেবায় তৎপর দূতাবাস

নেপালে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের জন্য জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ করেছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। কাঠমান্ডুু-ঢাকা রুটে চলাচলকারী যাত্রীদের সর্বশেষ আপডেট ও তথ্য জানতে বিমানের নিম্নলিখিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগের নম্বরসমূহ:

কান্ট্রি ম্যানেজার, কাঠমান্ডু অফিস: +৯৭৭ ৯৮৫১০৩৭৫১০

স্টেশন ম্যানেজার: +৯৭৭ ৯৮৫১০২৬১৫৯

সেলস ডিপার্টমেন্ট: +৯৭৭ ৯৮৪৭৯১৮৪০২

এছাড়া নিরাপত্তা পরিস্থিতির কারণে দেশটিতে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে তাদের অবস্থানকৃত স্থান বা হোটেল থেকে বাইরে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, নেপালে আগত সব বাংলাদেশি যাত্রীকেও নিরাপত্তা পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেপালে ঘোরাফেরা না করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের তথ্য মতে, বর্তমানে প্রায় ১০০ জন বাংলাদেশি নাগরিক কাঠমান্ডুতে অবস্থান করছেন। তাদের মধ্যে সরকারি কর্মকর্তা ও সরকারি সফরে আসা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা রয়েছেন। তবে ব্যক্তিগত ভ্রমণে আসা বাংলাদেশি পর্যটকদের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আটকে পড়া যাত্রীদের কাছ থেকে তাদের হটলাইনে ইতোমধ্যে ৩৫০টিরও বেশি কল এসেছে। অধিকাংশ কলেই বিমান ফ্লাইট সূচি, বিলম্ব এবং পুনঃনির্ধারণ সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হয়েছে।

আনুমানিক ৫০০ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী বর্তমানে নেপালে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা এবং নিরাপত্তা পরিস্থিতির অগ্রগতির ওপর ভিত্তি করে ফ্লাইটগুলো পুনঃনির্ধারণ করা হবে বলে দূতাবাস জানিয়েছে।

তথ্যসূত্র: বাসস

Logo