ইউক্রেনে বাংলাদেশি ও সৌদি সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০

ইউক্রেন-রাশিয়া যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তির পর একটি ‘বাফার জোন’ গঠনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, যেখানে ন্যাটোবহির্ভূত দেশ থেকে সেনা মোতায়েনের চিন্তা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, এই জোনে সৌদি আরব ও বাংলাদেশের সেনা পাঠানোর বিষয়টি আলোচনায় রয়েছে।
যুদ্ধবিরতি বাস্তবায়নের পর ইউক্রেনের ভূখণ্ডে রুশ অধিকৃত অঞ্চল ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে একটি নিরস্ত্রীকরণ অঞ্চল তৈরি হবে। যুক্তরাষ্ট্র নিজে সেনা পাঠাবে না, তবে ড্রোন, স্যাটেলাইট ও গোয়েন্দা প্রযুক্তির মাধ্যমে এই জোন পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে। নিরাপত্তা নিশ্চয়তায় অংশ নেবে অন্যান্য দেশও।
রয়টার্স জানিয়েছে, এই বাফার জোন ইউক্রেনকে ভবিষ্যৎ রুশ আগ্রাসন থেকে সুরক্ষা দেবে। তবে এখনো খুব কম দেশই প্রকাশ্যে ইউক্রেনে সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।
বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা এই পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে। বর্তমানে বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় শান্তিরক্ষী সেনা প্রেরণকারী দেশ হিসেবে পরিচিত।
এদিকে, ইউরোপীয় দেশগুলোর নেতৃত্বে গঠিত ‘Coalition of the Willing’ দ্রুত নিরাপত্তা নিশ্চয়তা চূড়ান্ত করতে চাইছে। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই উদ্যোগে সমর্থন দেওয়ার আহ্বান জানাবে। তবে ট্রাম্প এখনো কোনো পরিকল্পনায় আনুষ্ঠানিক সম্মতি দেননি। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পরও শান্তি আলোচনায় অগ্রগতি হয়নি।
এই পরিকল্পনা বাস্তবায়িত হলে, বাংলাদেশ প্রথমবারের মতো ইউরোপীয় ভূখণ্ডে একটি কৌশলগত শান্তিরক্ষা মিশনে অংশ নিতে পারে, যা আন্তর্জাতিক পরিসরে দেশের ভূমিকাকে নতুন মাত্রা দিতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স