Logo
×

Follow Us

বাংলাদেশ

টারজান ভিসায় আমেরিকা গিয়ে প্রাণ নিয়ে দেশে ফেরত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০

টারজান ভিসায় আমেরিকা গিয়ে প্রাণ নিয়ে দেশে ফেরত

যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে যাত্রা করেছিলেন আজগর। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে বাস্তবতার কঠিন মুখোমুখি হয়ে। ‘টারজান ভিসা’ নামে পরিচিত ভিসার মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, যা মূলত ভ্রমণ বা ট্রানজিট ভিসা হলেও অনেকেই তা ব্যবহার করেন স্থায়ীভাবে থেকে যাওয়ার উদ্দেশ্যে।

ঢাকা থেকে উড়োজাহাজে ব্রাজিল গিয়ে সেখান থেকে তিন মাস ধরে বলিভিয়া, কোস্টারিকা, পানামার পাহাড়-জঙ্গল আর ভয়ংকর ‘ডারিয়েন গ্যাপ’ পেরিয়ে স্বপ্নের যুক্তরাষ্ট্রের মাটিতে পৌঁছাতে পেরেছিলেন আজগররা। তবে শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি।

অবৈধ অভিবাসনের দায়ে ধরা পড়েন তারা। শেষমেশ টাকা-পয়সা খুইয়ে শেকলবন্দি আর হাতকড়া পরে অপরাধীর বেশে দেশে ফিরতে হয়েছে তাদের। উড়োজাহাজে করে পাঁচ দিনের দীর্ঘ ভ্রমণ শেষে ঢাকায় নামিয়ে দিয়ে গেছে মার্কিন কর্তৃপক্ষ। রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত বৃহস্পতিবার রাতে নামে একটি ভাড়া করা বোয়িং ৭৭৭। ওই উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয় অবৈধ অভিবাসনের দায়ে যুক্তরাষ্ট্রে ধরা পড়া নিঃস্ব, অপমানিত ৩০ জন বাংলাদেশিকে।

বন্দি অবস্থায় দেশের মাটিতে নেমে ক্ষুব্ধ, অপমানিত মধ্যবয়সী আজগর বলেন, প্রায় অর্ধকোটি টাকা শেষ করেছেন আমেরিকা যাত্রার পেছনে। নিজের জমানো টাকার পাশাপাশি ধারদেনাও হয়েছে। এখন চোখে কেবল অন্ধকার, বাড়িতে ইতোমধ্যেই পাওনাদারদের আনাগোনা শুরু হয়ে গেছে।

অথচ আরো ভালো প্রবাস জীবনের আসায় বছরখানেক আগে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন তিনি। দালালদের খপ্পরে পড়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করা তার এ ভয়ংকর যাত্রা শেষ হয় ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সীমান্তে পুলিশের হাতে ধরা দেওয়ার মাধ্যমে। তাদের দলে অনেকেই আছেন, যারা পাওনাদারদের ভয়ে ঢাকায় নামার পর বাড়িতে যাননি, বলেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ভিসা অপব্যবহার শুধু ব্যক্তিগত ক্ষতির কারণ নয়, বরং আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিমালা কঠোর হচ্ছে এবং ভিসা জালিয়াতি বা অপব্যবহারের ঘটনায় ফেরত পাঠানোর হারও বাড়ছে।

তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Logo