Logo
×

Follow Us

বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন আরো ৩০ বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩

যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন আরো ৩০ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ফেরত পাঠানো হলো আরো ৩০ বাংলাদেশিকে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিশেষ ফ্লাইট। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ২৯ জন পুরুষ এবং একজন নারী রয়েছেন।

যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় পাড়ি জমালেও অভিবাসন নীতির কড়াকড়ির মুখে পড়তে হয়েছে অনেক বাংলাদেশিকে। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে অভিবাসনবিরোধী অভিযান জোরদার হওয়ায় বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানোর হার বেড়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর আগে তিনটি ধাপে মোট ১৮৭ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

ফেরত আসা ব্যক্তিরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অনিচ্ছুক ছিলেন। তাদের ব্যক্তিগত নিরাপত্তা, মানসিক অবস্থা এবং আইনি জটিলতা বিবেচনায় বিষয়টি সংবেদনশীল বলে মনে করছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (ICE) এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগ এই প্রক্রিয়ায় যৌথভাবে কাজ করছে। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে কেউ কেউ দীর্ঘদিন ধরে আটক ছিলেন। দেশে ফেরার পর তাদের স্বাস্থ্য পরীক্ষা, আইনি সহায়তা এবং পুনর্বাসনের বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের ফেরত পাঠানো শুধু অভিবাসন আইন বাস্তবায়নের অংশ নয়, বরং এটি মানবিক ও কূটনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক। বাংলাদেশ সরকারও অভিবাসীদের নিরাপত্তা ও পুনর্বাসনে সক্রিয় ভূমিকা রাখছে।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ

Logo