Logo
×

Follow Us

বাংলাদেশ

স্কলারশিপ আপডেট

গেটস ক্যামব্রিজ স্কলারশিপ আবেদন ওপেন হয়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫২

গেটস ক্যামব্রিজ স্কলারশিপ আবেদন ওপেন হয়েছে

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ সেশনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পড়াশোনার সুযোগ দিচ্ছে। মর্যাদাপূর্ণ এই গেটস ক্যামব্রিজ স্কলারশিপ প্রোগ্রামের আবেদন ওপেন হয়েছে।

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। যুক্তরাজ্যের বাইরে থাকা যে কোনো দেশের মেধাবী শিক্ষার্থী এতে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য থাকতে হবে মানসম্মত একাডেমিক ফলাফল, নেতৃত্বের যোগ্যতা এবং সমাজের কল্যাণে কাজ করার মানসিকতা।

নির্বাচিত শিক্ষার্থীরা পূর্ণ টিউশন ফিসহ বাৎসরিক ভাতা পাবেন ২১ হাজার পাউন্ড। এছাড়া পাবেন ট্রান্সপোর্ট সুবিধা এবং পারিবারিক ভাতা। একটি সন্তানের জন্য ১১ হাজার ৬০৪ পাউন্ড, আর  দুই বা তার বেশি সন্তানের জন্য ১৬ হাজার ৫৪৮ পাউন্ড। 

আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রথমে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের Graduate Application Portal–এ গিয়ে কোর্স ও কলেজ নির্বাচন করতে হবে এবং “funding section”–এ গেটস ক্যামব্রিজ অংশ পূরণ করতে হবে। এর সঙ্গে জমা দিতে হবে একটি ব্যক্তিগত বিবৃতি বা মোটিভেশন লেটার, তিনটি সুপারিশপত্র এবং পিএইচডির ক্ষেত্রে একটি গবেষণা প্রস্তাবনা।

গেটস ক্যামব্রিজ স্কলারশিপ ২০২৬-২৭ সেশনে আবেদনের সময়সীমা কোর্স অনুযায়ী বিভিন্ন রকম হতে পারে। 

বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে ভিজিট করুন: https://www.thegatesscholarship.org/scholarship

Logo