স্কলারশিপ আপডেট
হংকং পিএইচডি ফেলোশিপ; আবেদন শেষ ১ ডিসেম্বর ২০২৫

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৫

হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রামে আবেদন ওপেন হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা ২০২৬-২৭ সেশনে হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এই প্রোগ্রামের আওতায় ৪০০টি ফেলোশিপ দেবে Hong Kong Research Grants Council । স্কলারশিপগুলো হবে ফুল ফান্ডেড।
প্রোগ্রামে নির্বাচিতরা পাবেন প্রতি বছর প্রায় ৪৩ হাজার ৬৯০ মার্কিন ডলার স্টাইপেন্ড। আবার বিভিন্ন রিসার্চ ও সেমিনারে যোগ দেওয়ার জন্য পাবেন অতিরিক্ত ১ হাজার ৮২০ মার্কিন ডলার। সর্বোচ্চ তিন বছর শিক্ষার্থীরা এসব সুবিধা পাবেন। সাধারণত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এআই, বিগডাটা, এনভায়রনমেন্টাল সায়েন্স, স্টেম সায়েন্স, বিজনেস অ্যান্ড ইকোনমিকস, সোশ্যাল সায়েন্স আরবান স্টাডিজ ইত্যাদি বিষয়ে এই ফেলোশিপ দেওয়া হয়ে থাকে। আবেদনকারীদের হংকংয়ের আটটি বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটিতে ভর্তি হতে হবে।
আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই পিএইচডির শিক্ষার্থী হতে হবে। যাদের রয়েছে একাডেমিক রেজাল্ট ভালো, গবেষণার দক্ষতা এবং নেতৃত্ব ও যোগাযোগের পারদর্শিতা তারা অগ্রাধিকার পাবেন।
দুটি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রথমে RGC-এর HKPFSES অনলাইন সিস্টেমে প্রাথমিক আবেদন জমা দিয়ে একটি Reference Number সংগ্রহ করতে হবে এবং এরপর নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে পূর্ণ আবেদন করতে হবে। তবে Reference Number ছাড়া আবেদন HKPFS-এর জন্য বিবেচিত হবে না।
আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৫।
https://cerg1.ugc.edu.hk/hkpfs/apply.html