Logo
×

Follow Us

বাংলাদেশ

বিদেশে চাকরির খবর

ব্রুনাই নেবে ১১ জন কর্মী; আবেদনের শেষ সময় ৯ সেপ্টেম্বর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৩

ব্রুনাই নেবে ১১ জন কর্মী; আবেদনের শেষ সময় ৯ সেপ্টেম্বর

ব্রুনাইয়ের দুটি কোম্পানি বাংলাদেশ থেকে ১১ জন কর্মী চেয়েছে। এই মর্মে বোয়েসেল প্রজ্ঞাপন দিয়েছে। সরকারিভাবে কম খরচে বিদেশে চাকরি নিয়ে যাওয়ার অন্যতম বিশ্বস্ত মাধ্যম বোয়েসেল।

প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে, কোম্পানিগুলো জেনারেল লেবারার, শিট মেটাল ওয়ার্কার, জেনারেল ওয়ার্কার, কার্পেন্টার বা কাঠ মিস্ত্রিসহ দক্ষ টেকনিশিয়ান নিতে চাইছে। পদগুলোতে দৈনিক মজুরি ২০ ব্রুনাই ডলার, যা বাংলাদেশি ১৮০০ টাকার বেশি। 

সব পদে কমপক্ষে ১-২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কর্মীদের বয়স হতে হবে ২০ থেকে ৪৫ বছরের মধ্যে। সিলেক্ট হলে কোম্পানি থেকে থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে। এছাড়া কাজে যোগদানের সময় এবং ফেরত আসার সময় বিমান ভাড়াও কোম্পানি বহন করবে। চূড়ান্তভাবে নির্বাচিত ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ৪৪ হাজার ৮৫০ টাকা জমা দিয়েই ব্রুনাই যেতে পারবেন কর্মীরা। 

অনলাইনে আবেদন করতে লগইন করতে পারেন নিচের লিংকে। 

https://brms.boesl.gov.bd 

Logo