বিদেশে চাকরির খবর
ব্রুনাই নেবে ২৯ কর্মী; আবেদনের শেষ সময় ৭ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪১

ব্রুনাইয়ের পাঁচটি কোম্পানি বাংলাদেশ থেকে ২৯ জন কর্মী চেয়েছে। এই মর্মে বোয়েসেল প্রজ্ঞাপন দিয়েছে। সরকারিভাবে কম খরচে বিদেশে চাকরি নিয়ে যাওয়ার অন্যতম বিশ্বস্ত মাধ্যম বোয়েসেল।
প্রজ্ঞাপনে দেখা যাচ্ছে, কোম্পানিগুলো ড্রাইভার, জেনারেল লেবারার, ঘাস কাটার কর্মী, স্ক্যাফোল্ডার, ওয়েল্ডার, ল্যান্ডস্কেপ ওয়ার্কারসহ দক্ষ টেকনিশিয়ান নিতে চাইছে। পদভেদে দৈনিক মজুরি ২০ থেকে ২২ ব্রুনাই ডলার, যা প্রায় ১৮০০ থেকে ২০০০ টাকা। তবে টেকনিশিয়ান পদে মাসিক বেতন দুই হাজার ব্রুনাই ডলার, যা ১৮০০০ টাকার বেশি।
সবগুলো পদে কমপক্ষে ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা দেখাতে হবে। কর্মীদের বয়স হতে হবে ২০ থেকে ৫০ বছরের মধ্যে। সিলেক্ট হলে কোম্পানি থেকে থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে। এছাড়া কাজে যোগদানের সময় এবং ফেরত আসার সময় বিমান ভাড়াও কোম্পানি বহন করবে। চূড়ান্তভাবে নির্বাচিত ও স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ হাজার ৩৫০ টাকা এবং অদক্ষ/আধাদক্ষদের ক্ষেত্রে ৪৪ হাজার ৮৫০ টাকা জমা দিয়েই ব্রুনাই যেতে হবে।
অনলাইনে আবেদন করতে লগইন করতে পারেন নিচের লিংকে।
https://brms.boesl.gov.bd/jobs/1706