কুয়েতে দূতাবাসের উদ্যোগে প্রবাসীদের জন্য গণশুনানি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩

কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানতে এক বিশেষ গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে, দূতাবাস কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা ও তা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ১২ সেপ্টেম্বর দূতাবাসের হলরুমে এই শুনানির স্থান ঠিক করা হয়।
দূতাবাসের পক্ষ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানে কাজের স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখা তথা পাসপোর্ট ও কনস্যুলার সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি মাসে গণশুনানির আয়োজন করা হয়ে থাকে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি গণশুনানিতে উপস্থিত থাকেন।
নির্দিষ্ট দিন শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হতে যাওয়া এ গণশুনানি সবার জন্য উন্মুক্ত এবং যে কোনো আগ্রহী ব্যক্তি গণশুনানিতে অংশগ্রহণ করতে পারবেন।
তথ্যসূত্র: কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ