Logo
×

Follow Us

বাংলাদেশ

রিয়াদে বিশেষ কনস্যুলার সেবা দেবে বাংলাদেশ দূতাবাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৭

রিয়াদে বিশেষ কনস্যুলার সেবা দেবে বাংলাদেশ দূতাবাস

সৌদি আরবের রিয়াদের আল খারজ ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি বিশেষ কনস্যুলার সেবা ক্যাম্প আয়োজন করেছে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের ফেসবুক পেজে এ ক্যাম্প সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৫-৬ সেপ্টেম্বর (শুক্রবার ও শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্প আয়োজন করা হবে। আল খারজ মেইন রোডের এস্তেরাহা রামেস, আল আফজা, এক্সিট-৫ (আফজা জুমা মসজিদের নিকটবর্তী এবং বাংলাদেশ হোটেল সংলগ্ন) এ ক্যাম্প পরিচালিত হবে।

এ ক্যাম্প থেকে ই-পাসপোর্টের আবেদন জমা নেওয়া হবে। প্রবাসীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ডাটাবেজ সদস্য হিসেবে ১৩০ রিয়াল ফি প্রদানের মাধ্যমে প্রবাসী কল্যাণ কার্ড তৈরি করা যাবে, স্পেশাল এক্সিট প্রোগ্রামের (SEP) আওতায় আকামার মেয়াদ উত্তীর্ণ/হুরুব প্রাপ্তদের আবেদন গ্রহণ ও সেবা প্রদান করা হবে (বিনা ফি)।

এছাড়া মৃতদেহ দাফনের কার্যক্রম প্রক্রিয়াকরণসহ অন্যান্য আইনি সেবা/আইনগত পরামর্শ প্রদান, ট্রাভেল পারমিট প্রদান, সকল প্রকার কনস্যুলার ডকুমেন্টস সত্যায়ন, আমমোক্তারনামা প্রদান ও পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র দেওয়া হবে।

সেবা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে ৮০০১০০০১২৫ (শ্রম সংক্রান্ত টোল ফ্রি নম্বর) এবং ৮০০১০০০১২৬ (পাসপোর্ট সংক্রান্ত টোল ফ্রি নম্বর)-এ যোগাযোগ করার জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।

তথ্যসূত্র: রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ

Logo