‘প্রবাসী বন্ধু’ বীমার অর্থ পেলেন সিঙ্গাপুরফেরত আশিক মিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯

সিঙ্গাপুরে প্রশিক্ষণ নিয়ে বৈধভাবে কাজ করতে গিয়েছিলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার আশিক মিয়া। কিন্তু সেখানে অসুস্থ হয়ে পড়ায় তাকে দেশে ফিরতে হয়। তবে যাওয়ার আগে মাত্র ৪ হাজার ৪০০ টাকায় ব্র্যাকের ‘প্রবাসী বন্ধু’ বীমা করেছিলেন তিনি।
এই বীমার আওতায় আশিক মিয়া আগামী ছয় মাস প্রতি মাসে ১৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ পাবেন। ৩ সেপ্টেম্বর ব্র্যাকের বাসাইল কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে প্রথম কিস্তির অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা বেগম। উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির সহযোগী পরিচালক বেলায়েত হোসেন এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট নওশাদ রিম চৌধুরী।
অনুষ্ঠানে আরো চারজন বিদেশফেরত কর্মীকে ব্যবসা শুরু করার জন্য সাড়ে ৬ লাখ টাকার সহায়তা চেক প্রদান করা হয়।
প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ১০ লাখ মানুষ জীবিকার সন্ধানে বিদেশে যান। কিন্তু স্বাস্থ্য সমস্যা, দুর্ঘটনা বা চাকরি হারিয়ে অনেকেই দেশে ফিরে আসেন। এই ঝুঁকি মোকাবিলায় ব্র্যাক ও গার্ডিয়ান লাইফ যৌথভাবে ‘প্রবাসী বন্ধু’ বীমা চালু করেছে।
এই বীমায় গ্রাহকরা বিদেশে অসুস্থ হলে ৫০ হাজার টাকা চিকিৎসা ব্যয়, মৃত্যু বা পঙ্গুত্বে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ, চাকরি হারালে ৬ মাসে ৯০ হাজার টাকা এবং দেশে ফেরার পর প্রয়োজনে দাফন খরচসহ টেলিমেডিসিন সেবা পান।
আশিক মিয়া বলেন, “এই অর্থ আমাকে নতুন করে জীবন শুরু করতে সাহস দিয়েছে।”
ব্র্যাক জানিয়েছে, নিরাপদ অভিবাসন নিশ্চিতে তারা শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রমও চালিয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: ব্র্যাক মাইগ্রেশন