Logo
×

Follow Us

বাংলাদেশ

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু

ইউরোপে পাড়ি জমানোর স্বপ্নে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি নাগরিক। লিবিয়া থেকে ইতালির উদ্দেশে যাত্রাকালে দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংবাদমাধ্যম ইনফো মাইগ্রেন্টস।

ঘটনাটি ঘটে গত সপ্তাহে, যখন একটি অবৈধ অভিবাসন নৌযান লিবিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করে। নৌযানটিতে ছিলেন বিভিন্ন দেশের প্রায় ৬০ জন অভিবাসনপ্রত্যাশী, যাদের মধ্যে ছিলেন একাধিক বাংলাদেশি নাগরিকও। যাত্রাপথে নৌযানটি প্রচণ্ড ঢেউ ও যান্ত্রিক ত্রুটির কারণে বিপদে পড়ে। এ সময় একজন বাংলাদেশি অভিবাসী পানিতে পড়ে নিখোঁজ হন, পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এই যাত্রা ছিল মানব পাচারকারীদের পরিচালিত একটি অবৈধ রুট। অভিবাসীদের কাছ থেকে জনপ্রতি ২ হাজার থেকে ৩ হাজার মার্কিন ডলার আদায় করা হয়। নৌযানগুলোতে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, নেই লাইফ জ্যাকেট বা জরুরি সহায়তা। ফলে সামান্য ঝড়েই ঘটে প্রাণহানির ঘটনা।

গত কয়েক বছরে বাংলাদেশ থেকে ইউরোপে অবৈধ অভিবাসনের প্রবণতা বেড়েছে। বিশেষ করে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি, গ্রিস বা স্পেনে পৌঁছানোর চেষ্টা করছেন অনেকেই। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ২০২৩ সালে প্রায় ৫০০ বাংলাদেশি অভিবাসী ভূমধ্যসাগরে নিখোঁজ বা নিহত হয়েছেন।

জাতিসংঘের অভিবাসন সংস্থা (IOM) এবং ইউরোপীয় ইউনিয়ন বারবার এই বিপজ্জনক যাত্রা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আসছে। তারা বলছে, মানব পাচারকারীরা অভিবাসীদের জীবন নিয়ে বাণিজ্য করছে এবং এই যাত্রা প্রায়ই মরণফাঁদে পরিণত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সচেতনতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে দালালচক্রের প্রলোভনে পড়ে অনেকেই এখনো এই ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াচ্ছেন।

তথ্যসূত্র: ইনফো মাইগ্রেন্টস

Logo