যুক্তরাষ্ট্র থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আসছে আরো একদল বাংলাদেশি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করার অভিযোগে আরো একদল বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি চার্টার্ড ফ্লাইটে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সূত্র জানায়, এই বিশেষ ফ্লাইটটি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ দিয়ে পরিচালিত হবে। উড়োজাহাজটিতে প্রায় ৪০০ আসন থাকলেও ঠিক কতজন বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে, তা এখনো নিশ্চিত নয়। বিমানবন্দরে ফ্লাইটটির ৭২ ঘণ্টা অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে ২ আগস্ট ভোর ৬টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে আসা আরেকটি চার্টার্ড ফ্লাইটে ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল, যার মধ্যে একজন নারীও ছিলেন। সে ফ্লাইটটি পরিচালিত হয়েছিল বিশেষ সামরিক বিমান সি-১৭ দিয়ে। দীর্ঘ ৬০ ঘণ্টার যাত্রা শেষে দেশে ফেরা এসব বাংলাদেশিকে ব্র্যাক পরিবহন সহায়তা দেয় এবং প্রবাসীকল্যাণ ডেস্ক থেকে খাবারের ব্যবস্থা করা হয়।
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই অভিযান আরো জোরদার হয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীদের একাধিক দফায় ফেরত পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালার অধীনে, যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করেন বা অবৈধভাবে প্রবেশ করেন, তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
দেশে ফেরার পর এসব বাংলাদেশিকে বিমানবন্দরে প্রাথমিক সহায়তা দেওয়া হয়। পরিবহন, খাবার এবং প্রয়োজনীয় তথ্য সহায়তায় ব্র্যাক ও প্রবাসীকল্যাণ ডেস্ক কাজ করে থাকে। তবে ফেরত আসা ব্যক্তিদের মানসিক ও সামাজিক পুনর্বাসন একটি বড় চ্যালেঞ্জ।
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির কড়াকড়ির ফলে বাংলাদেশিদের জন্য বৈধ পথে যাওয়া ও থাকার বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যারা বিদেশে যেতে চান, তাদের উচিত সঠিক তথ্য ও আইনি প্রক্রিয়া অনুসরণ করা, যাতে ভবিষ্যতে জটিলতায় না পড়তে হয়।
তথ্যসূত্র: দৈনিক আজকের পত্রিকা