Logo
×

Follow Us

বাংলাদেশ

বাংলাদেশি অভিবাসন সংকট

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক

ইতালিতে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা দিন দিন বাড়ছে। এর মধ্যে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশির সংখ্যা প্রায় ৭০ হাজার। এই সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছে ইতালি।

২ সেপ্টেম্বর ঢাকার সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও অ্যালেসান্দ্রো বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অবৈধ অভিবাসন, মানব পাচার এবং বৈধ শ্রমিক নিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, বর্তমানে ইতালিতে বৈধভাবে ২ লাখের বেশি বাংলাদেশি রয়েছেন। তবে ৪০ হাজার বাংলাদেশি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, যার মধ্যে ৯৮ শতাংশ আবেদন ইতালি সরকার বাতিল করেছে। এছাড়া ভুয়া কাগজপত্র ও তথ্য গরমিলের কারণে সম্প্রতি ৩০ হাজার বাংলাদেশির কাজের অনাপত্তি সনদ (NOC) বাতিল করা হয়েছে।

ইতালি সরকার জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশের তালিকায় বাংলাদেশিদের অবস্থান শীর্ষে। এ নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে অবৈধ অভিবাসন রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে।

এক কর্মকর্তা বলেন, “ইতালি সরকার বাংলাদেশ থেকে বৈধভাবে শ্রমিক নিতে আগ্রহী, তবে অবৈধ প্রবেশ বন্ধে আমাদের সহযোগিতা চায়।”

বৈঠকে জানানো হয়, বাংলাদেশ ও ইতালি সরকারের মধ্যে কয়েক মাস আগে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) স্বাক্ষরিত হয়েছে, যাতে বৈধ অভিবাসন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. মাহাবুবুর রহমান বলেন, “বাংলাদেশি নাগরিকরা কীভাবে ইতালিতে যাচ্ছেন, সেখানে গিয়ে কী সমস্যায় পড়ছেন; এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে একটি আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া যায়।”

ইতালিতে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা বাড়লেও অবৈধভাবে যাওয়া ও রাজনৈতিক আশ্রয়ের অপব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে। দুই দেশের মধ্যে বৈধ অভিবাসন ও শ্রমিক নিয়োগে সহযোগিতা বাড়াতে এই বৈঠক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

তথ্যসূত্র: দৈনিক আজকের পত্রিকা

Logo