Logo
×

Follow Us

বাংলাদেশ

কুয়েতের জনশক্তি মহাপরিচালকের সঙ্গে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৭

কুয়েতের জনশক্তি মহাপরিচালকের সঙ্গে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি কুয়েতের সরকারি জনশক্তি অফিসের মহাপরিচালকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। কুয়েত সিটির জনশক্তি অধিদপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বিশেষ করে কুয়েতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

রাষ্ট্রদূত তারেক হোসেন কুয়েতে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের কর্মপরিবেশ, অধিকার, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “বাংলাদেশি কর্মীরা কুয়েতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।”

জনশক্তি মহাপরিচালকও বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও পরিশ্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো কর্মসংস্থান ও প্রশিক্ষণমূলক উদ্যোগের আশ্বাস দেন। তিনি জানান, কুয়েত সরকার বাংলাদেশি কর্মীদের জন্য নিয়োগ প্রক্রিয়া সহজতর করতে আগ্রহী এবং শ্রমিকদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সাক্ষাৎকালে দুই পক্ষ শ্রমবাজার সম্প্রসারণ, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, শ্রমিকদের অভিযোগ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত কুয়েত সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তথ্যসূত্র: কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজ

Logo