Logo
×

Follow Us

বাংলাদেশ

উচ্চশিক্ষা আপডেট

কানাডায় উচ্চশিক্ষায় ব্যাংক সলভেন্সির নতুন নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪১

কানাডায় উচ্চশিক্ষায় ব্যাংক সলভেন্সির নতুন নিয়ম

কানাডার বিশ্ববিদ্যালয়ে পড়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা বা ব্যাংক সলভেন্সির নিয়ম নীতিতে কিছুটা পরিবর্তন এসেছে। তাতে লিভিং কস্টের পরিমাণ খানিক বাড়ানো হয়েছে। টাইমস অব ইন্ডিয়া ও দৈনিক প্রথম আলো এ খবর দিয়েছে। তার মানে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে পড়াশোনার উদ্দেশে যারা কানাডা যাবেন বলে ভাবছেন, আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে টিউশন ফির বাইরে এক বছরের লিভিং কস্ট ২২ হাজার ৮৯৫ কানাডিয়ান ডলার থাকতে হবে। এর সাথে যোগ হবে টিউশন ফি আর ট্রাভেল খরচ। দেশটিতে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি যদি ন্যূনতম ২০ হাজার কানাডিয়ান ডলার হয়, তাহলে ট্রাভেল কস্ট মিলিয়ে সর্বমোট ৪৫ হাজারের বেশি কানাডিয়ান ডলার আনুমানিক বাংলাদেশি টাকায় কমপক্ষে ৪১ লাখ টাকা আপনার থাকতে হবে প্রথম বছরের জন্য। 

তবে পরিবার নিয়ে গেলে লিভিং কস্ট বেড়ে যাবে। স্ত্রী বা স্বামীর জন্য লিভিং কস্ট ২২ হাজার ৮৯৫ ডলার থেকে বেড়ে দেখাতে হবে কমপক্ষে ২৮ হাজার ৫০২ ডলার। প্রতি সন্তানের জন্য লিভিং কস্ট বাড়বে আরো অতিরিক্ত ৬ হাজার ১৭০ ডলার। 

ফলে শিক্ষার্থী যিনি সন্তান-পরিবারসহ কানাডায় উচ্চশিক্ষার্থে যেতে চান, তাদের ৫০ থেকে ৬০ লাখ টাকা ব্যাংক সলভেন্সি দেখাতে হবে। সেই টাকা দেখাতে হবে নিজ ব্যাংক অ্যাকাউন্টে, কানাডার ব্যাংক অ্যাকাউন্টে গ্যারান্টেড ইনভেস্টমেন্ট সার্টিফিকেটও দেখাতে হবে। আরো দেখাতে হবে এডুকেশন লোনের প্রমাণপত্র, স্পন্সরশিপ লেটার বা স্কলারশিপ লেটার। অস্পূর্ণ ফান্ড ডকুমেন্ট বা ভুল তথ্য দেওয়া যাবে না। দিলে আবেদন বাতিল হতে পারে। 

Logo