প্রবাসী বাংলাদেশিদের পাওয়ার অব অ্যাটর্নি দেওয়া সহজ হলো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫২
বিদেশে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকদের জন্য পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদনের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এতদিন এই প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশি পাসপোর্ট থাকা বাধ্যতামূলক ছিল। ফলে যাদের কাছে শুধু জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র বা বিদেশি পাসপোর্টে ‘নো ভিসা রিকোয়ার্ড’ স্টিকার ছিল, তারা আইনি জটিলতায় পড়তেন।
এই বাধা দূর করতে সরকার সংশোধিত বিধিমালা জারি করেছে। এখন থেকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও যদি কারো বিদেশি পাসপোর্টে ‘নো ভিসা রিকোয়ার্ড’ স্টিকার থাকে অথবা তিনি জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র উপস্থাপন করতে পারেন, তবে তিনি বিদেশ থেকেই পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন।
এই পরিবর্তন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, বহু প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি দেশে জমি-জমা, সম্পত্তি, উত্তরাধিকার কিংবা পারিবারিক বিরোধ নিষ্পত্তির পাওয়ার অব অ্যাটর্নি প্রয়োজন হয়। আগের নিয়মে পাসপোর্ট না থাকায় এসব কাজ করতে গিয়ে সময়, অর্থ ও মানসিক চাপের মুখে পড়তেন প্রবাসীরা।
নতুন নিয়মের ফলে তারা এখন সহজে, কম খরচে এবং দ্রুততার সঙ্গে আইনগত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এতে দেশের সঙ্গে তাদের পারিবারিক ও আর্থিক সম্পর্ক আরো দৃঢ় হবে এবং প্রবাসে থেকেও তারা স্বচ্ছন্দে সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারবেন।
প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ছিল এই বিধিমালার সংস্কার। সংশোধিত নিয়ম বাস্তবায়নের মাধ্যমে সরকার এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রতিবন্ধকতা দূর করেছে, যা প্রবাসীদের জন্য একটি বড় স্বস্তির খবর।
তথ্যসূত্র: প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ
logo-1-1740906910.png)