বাহরাইনে ভিসা চালু না হওয়ায় বিপাকে প্রবাসী ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:০৯

বাহরাইনে দীর্ঘ সাত বছর ধরে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন কর্মী ভিসা ইস্যু বন্ধ রয়েছে। ফলে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। ২০১৮ সালে একটি হত্যাকাণ্ডে বাংলাদেশি নাগরিকের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর থেকেই বাহরাইন সরকার অলিখিতভাবে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক, ভিজিট ও ফ্যামিলি ভিসা বন্ধ করে দেয়।
বর্তমানে বাহরাইনে প্রায় ৫ হাজার বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারী রয়েছেন। তাদের অনেকেই নতুন কর্মী নিয়োগ করতে না পারায় ব্যবসা পরিচালনায় সংকটে পড়েছেন। বাহরাইন বাংলাদেশ বিজনেস ফোরামের চেয়ারম্যান আইনুল হক জানান, “অনেক প্রতিষ্ঠান ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে, আবার অনেকের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। নতুন কর্মী না আনতে পারায় উৎপাদন ও সেবা খাতে স্থবিরতা দেখা দিয়েছে।”
বাহরাইনে প্রায় ১.৫ লাখ বাংলাদেশি কর্মী কাজ করছেন, যাদের বড় অংশই নির্মাণ, পরিষেবা ও খুচরা ব্যবসায় নিয়োজিত। নতুন কর্মী না আসায় পুরনো কর্মীদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে, যা কর্মক্ষমতা ও সেবার মানে প্রভাব ফেলছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে বাহরাইনে কর্মী পাঠানোর সুযোগ বন্ধ থাকায় রিক্রুটিং এজেন্সিগুলোর ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, “বাহরাইন দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম রেমিট্যান্স উৎস। এই ভিসা স্থগিতাদেশ শুধু প্রবাসীদের নয়, দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে।”
বাহরাইনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী কার্যালয়ের ডিরেক্টর জেনারেলের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিরা বৈঠক করেছেন। সেখানে নতুন ভিসা চালুর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মাহফুজুর রহমান।
প্রবাসী বাংলাদেশিদের মতে, নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তিনি বাহরাইন সরকারের ঘনিষ্ঠ এবং দেশটির সর্বোচ্চ সম্মাননা ‘দ্য মেডেল অব দ্য ফার্স্ট অর্ডার অব মেরিট’ পেয়েছেন।
তবে এখন পর্যন্ত ভিসা চালুর বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করা হয়নি। ফলে ব্যবসায়ীরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত কূটনৈতিক পদক্ষেপ না নিলে বাহরাইনে বাংলাদেশি ব্যবসায়ীদের অবস্থান আরো দুর্বল হয়ে পড়বে।
তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর