Logo
×

Follow Us

বাংলাদেশ

ফ্রান্সসহ চার দেশে এনআইডি সেবা সম্প্রসারণে অনুমতি পেল ইসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৮:৪৪

ফ্রান্সসহ চার দেশে এনআইডি সেবা সম্প্রসারণে অনুমতি পেল ইসি

ফ্রান্স, স্পেন, বাহরাইন ও সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন (ইসি) এনআইডি সেবা চালুর অনুমতি পেয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই চার দেশে কার্যক্রম পরিচালনার সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।

এর আগে যুক্তরাষ্ট্র, ওমান, মালদ্বীপ, জর্ডান ও দক্ষিণ আফ্রিকায় এনআইডি কার্যক্রম চালুর অনুমতি পেয়েছিল ইসি। বর্তমানে ১০টি দেশের ১৭টি বাংলাদেশ মিশনে এনআইডি সেবা চালু রয়েছে, যার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান। এসব দেশ থেকে প্রায় ৫০ হাজার প্রবাসী ইতোমধ্যে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করেছেন।

বিদেশে বসে ভোটার হতে হলে প্রবাসীদের চারটি তথ্য জমা দিতে হয়: পূরণকৃত ফরম-২(ক), বৈধ বা মেয়াদহীন বাংলাদেশি পাসপোর্ট, তিনজন এনআইডিধারী নাগরিকের প্রত্যায়ন, অনলাইন জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এসব তথ্য সংশ্লিষ্ট দূতাবাসের নিবন্ধন ডেস্কে জমা দিতে হয়।

যুক্তরাষ্ট্রে এনআইডি সেবা সম্প্রসারণের অংশ হিসেবে সেপ্টেম্বর মাসে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, মায়ামি ও লস অ্যাঞ্জেলেসে কারিগরি ও প্রশাসনিক টিম পাঠাচ্ছে ইসি। ১৪ থেকে ২৫ সেপ্টেম্বর চারটি কারিগরি টিম স্থানীয় দূতাবাস ও কনস্যুলেট অফিসে যন্ত্রপাতি স্থাপন, লোকবল প্রশিক্ষণ ও ‘টেস্ট ট্রায়াল’ পরিচালনা করবে। এরপর ২১ থেকে ২৭ সেপ্টেম্বর দুটি প্রশাসনিক টিম যুক্তরাষ্ট্রে গিয়ে নিবন্ধন কার্যক্রমে অংশ নেবে।

২০০৭-০৮ সালে ছবিসহ ভোটার তালিকা তৈরির সময় থেকেই প্রবাসীদের এনআইডি দেওয়ার দাবি ওঠে। ২০১৯ সালে মালয়েশিয়ায় অনলাইন নিবন্ধনের মাধ্যমে কার্যক্রম শুরু হলেও কোভিড মহামারিতে তা স্থবির হয়ে পড়ে। পরবর্তী সময়ে ২০২৩ সালে পুনরায় উদ্যোগ নেওয়া হয়। বর্তমান কমিশনের নেতৃত্বে আবারো গতি পেয়েছে এই কার্যক্রম।

তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর

Logo