Logo
×

Follow Us

বাংলাদেশ

বাহরাইনে বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্পে প্রবাসীদের উচ্ছ্বাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৮:৩৮

বাহরাইনে বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্পে প্রবাসীদের উচ্ছ্বাস

এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল দলের বাহরাইন ক্যাম্প সে দেশের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ১৪ থেকে ২৬ আগস্ট পর্যন্ত চলা এই ক্যাম্পে প্রবাসীদের উপস্থিতি, উৎসাহ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো।

বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে জাতীয় দলের সঙ্গে সরাসরি সংযোগের সুযোগ পাননি। এবার ক্যাম্প ও দুটি প্রীতি ম্যাচের আয়োজন তাদের মধ্যে নতুন করে ফুটবল উন্মাদনা ছড়িয়ে দিয়েছে। স্থানীয় বাংলাদেশি ক্লাব, সামাজিক সংগঠন এবং ক্রীড়াপ্রেমীরা ক্যাম্পের খবর জানতে নিয়মিত যোগাযোগ রাখছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে।

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু জানিয়েছেন, “বাহরাইন ক্যাম্পে স্থানীয় প্রবাসীদের আগ্রহ আমাদের অনুপ্রাণিত করেছে। তারা শুধু মাঠে উপস্থিত থাকেননি, বরং খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করেছেন, উৎসাহ দিয়েছেন এবং সামাজিকভাবে সংযুক্ত থেকেছেন”।

এই ক্যাম্পে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, কাতারসহ বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী ফুটবলারদের ট্রায়ালও হয়েছে। যদিও অনূর্ধ্ব-১৭ দলে নেওয়ার মতো কাউকে পাওয়া যায়নি, অনূর্ধ্ব-২৩ দলের জন্য কয়েকজনকে বিবেচনায় রাখা হয়েছে। বিশেষ করে আমেরিকান প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পে ডাকা হয়েছে।

বাহরাইন প্রবাসীদের মধ্যে এই ক্যাম্প ঘিরে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, তা সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট। অনেকেই লিখেছেন, “জাতীয় দলকে এত কাছে পেয়ে গর্বিত, আমাদের ছেলেরা বাহরাইনে খেলছে, এটাই বড় পাওয়া”।

বাফুফে জানিয়েছে, বাহরাইন অ-২৩ দলের সঙ্গে দুটি প্রীতি ম্যাচের মাধ্যমে খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। এরপর ২৯ আগস্ট বাংলাদেশ দল ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবে, যেখানে এএফসি বাছাই পর্বে সিঙ্গাপুর ও ইয়েমেনের বিপক্ষে খেলবে।

প্রবাসীদের এই উচ্ছ্বাস ও সম্পৃক্ততা ভবিষ্যতে জাতীয় দলের বিদেশ সফর ও ক্যাম্প আয়োজনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ফুটবল শুধু মাঠের খেলা নয়, এটি প্রবাসীদের সঙ্গে দেশের আত্মিক সংযোগেরও মাধ্যম। এবারের বাহরাইন ক্যাম্প সেই সত্যই আবারো প্রমাণ করেছে।

তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ও ঢাকা পোস্ট

Logo