Logo
×

Follow Us

বাংলাদেশ

বিমানের টিকিট বেড়ে দ্বিগুণ, মন্ত্রণালয়ের উদ্বেগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১০:০৪

বিমানের টিকিট বেড়ে দ্বিগুণ, মন্ত্রণালয়ের উদ্বেগ

আন্তর্জাতিক রুটে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সম্প্রতি বিভিন্ন গন্তব্যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে, যা প্রবাসী শ্রমিক, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য বাড়তি চাপ তৈরি করছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের টিকিটের মূল্য গত কয়েক মাসে দ্বিগুণেরও বেশি বেড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের রুটে ভাড়া বৃদ্ধির কারণে প্রবাসী শ্রমিকদের ভোগান্তি চরমে পৌঁছেছে। একইভাবে ইউরোপ, আমেরিকা ও মালয়েশিয়া রুটেও টিকিটের দাম বেড়ে গেছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চলছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “যথাযথভাবে মানা হচ্ছে কিনা, তা যাচাই করতে আমরা রুটভিত্তিক ভাড়ার তালিকা চেয়েছি।”

বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম, বিমান পরিচালনার খরচ এবং চাহিদা বৃদ্ধির কারণে ভাড়া বাড়লেও কিছু ক্ষেত্রে এয়ারলাইন্সগুলো অতিরিক্ত মুনাফার আশায় অযৌক্তিকভাবে দাম বাড়াচ্ছে। এতে করে বাংলাদেশের শ্রমবাজার, উচ্চশিক্ষা ও পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়ছে।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, তারা আন্তর্জাতিক নিয়ম মেনেই ভাড়া নির্ধারণ করে। তবে যাত্রীদের অভিযোগ, একই রুটে ভিন্ন সময়ে ভাড়ার তারতম্য এতটাই বেশি যে তা অস্বাভাবিক মনে হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, ভাড়া নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজন হলে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হবে। পাশাপাশি জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া কাঠামোও পুনর্বিবেচনা করা হবে।

বিশ্লেষকরা মনে করছেন, এয়ার টিকিটের মূল্যবৃদ্ধি রোধে স্বচ্ছতা, নিয়মিত মনিটরিং এবং যাত্রীবান্ধব নীতিমালা জরুরি। নইলে সাধারণ যাত্রীদের পাশাপাশি দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। 

তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর

Logo