Logo
×

Follow Us

বাংলাদেশ

ব্রি. জে. শরীফুল এম. খানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১০:০৩

ব্রি. জে. শরীফুল এম. খানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শরীফুল এম. খান যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন। এই ঐতিহাসিক অর্জনের মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে এই মর্যাদাপূর্ণ পদে অধিষ্ঠিত হলেন। গতকাল বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস এক শুভেচ্ছা বার্তায় তার এই সাফল্যকে "American excellence"-এর প্রতীক হিসেবে অভিহিত করে তাকে অভিনন্দন জানিয়েছে।

২০ আগস্ট পেন্টাগনে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে জেনারেল শন ব্রাটন, ইউএস স্পেস ফোর্সের ভাইস চিফ শরীফুল এম. খানকে শপথ পাঠ করান। তিনি বর্তমানে পেন্টাগনে "Golden Dome for America" প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নীতিমালা, পরিকল্পনা ও সমন্বয় কার্যক্রম পরিচালনা করছেন।

এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য এক গর্বের মুহূর্ত। যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু বাংলাদেশি প্রবাসী সামাজিক মাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে বলেছেন, “এই পদোন্নতি আমাদের প্রজন্মের জন্য অনুপ্রেরণা। এটি প্রমাণ করে, কঠোর পরিশ্রম ও নিষ্ঠা থাকলে বাংলাদেশি বংশোদ্ভূতরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দিতে পারে।”

প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক এক্সে পোস্ট করে বলেন, “শরীফুল এম. খান আমাদের দেশের প্রতি তার নিষ্ঠা ও সেবার মাধ্যমে একটি নতুন ইতিহাস গড়েছেন। তিনি আমাদের গর্ব”।

এই পদোন্নতি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের অবদানকে নতুনভাবে তুলে ধরেছে। এটি আন্তর্জাতিক পরিসরে নেতৃত্বের জন্য প্রস্তুত হতে ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে। 

তথ্যসূত্র: মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

Logo