মালয়েশিয়ায় বিদেশি শ্রমশক্তির ৩৭% বাংলাদেশি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৯:৫৩

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির বৈধ বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশই বাংলাদেশি নাগরিক। জুন ২০২৫ পর্যন্ত মালয়েশিয়ায় সক্রিয় কর্মসংস্থান অনুমতিপ্রাপ্ত (PLKS) বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন, যা দেশটির বিদেশি কর্মী বাজারে বাংলাদেশকে শীর্ষ উৎস দেশে পরিণত করেছে।
২০২২ সালে কোভিড-১৯ পরবর্তী সীমান্ত পুনরায় খোলার সময় ৪৯ হাজার ৩৫৩ জন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করেন। এরপর ২০২৩ সালে বিদেশি কর্মী নিয়োগ সহজীকরণ পরিকল্পনার আওতায় আরো ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করেন। এই পরিকল্পনা অস্থায়ীভাবে চালু করা হয়েছিল বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে ২০ হাজার ৩৩১ জন এবং ২০২৩ সালে ২৩ হাজার ৬৫ জন PLKS-ধারী বাংলাদেশি শ্রমিককে তাদের নিয়োগকর্তারা নিজ দেশে ফেরত পাঠিয়েছেন। এছাড়া চলতি বছরের জুন পর্যন্ত ৭৯০ জন বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়ায় অতিরিক্ত সময় অবস্থানের কারণে আটক করা হয়েছে।
এই তথ্য প্রকাশ করা হয় মালয়েশিয়ার পার্লামেন্টে পাসির গুদাংয়ের সংসদ সদস্য হাসান করিমের প্রশ্নের লিখিত জবাবে। তিনি জানতে চেয়েছিলেন, ২০২২ ও ২০২৩ সালে কতজন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় এসেছেন, তাদের মধ্যে কতজনের বৈধ কর্মসংস্থান অনুমতি রয়েছে, কতজন অনিয়মিত অবস্থায় আছেন এবং কতজনকে ফেরত পাঠানো হয়েছে।
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের উপস্থিতি দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক পরিসংখ্যান দেখায়, এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে ২০২৩ সালের নিয়োগ সহজীকরণ পরিকল্পনার পর। মালয়েশিয়ার নির্মাণ, কৃষি, পরিষেবা ও উৎপাদন খাতে বাংলাদেশি শ্রমিকদের অবদান উল্লেখযোগ্য।
এই প্রবণতা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের অবস্থানকে আরো দৃঢ় করছে, তবে একই সঙ্গে শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও নিয়মিতকরণ প্রক্রিয়া নিয়ে নতুন আলোচনার সুযোগও তৈরি করছে।
তথ্যসূত্র: দ্য স্টার