Logo
×

Follow Us

বাংলাদেশ

চ্যানেল টোয়েন্টিফোরের সাথে চুক্তি সই করল মাইগ্রেশন কনসার্ন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৪:০৭

চ্যানেল টোয়েন্টিফোরের সাথে চুক্তি সই করল মাইগ্রেশন কনসার্ন

চ্যানেল টোয়েন্টিফোরের সাথে কনটেন্ট চুক্তি সই করল মাইগ্রেশন কনসার্ন লিমিটেড। ১৯ আগস্ট চ্যানেল টোয়েন্টিফোরের তেজগাঁও অফিসে প্রতিষ্ঠানটির ডিজিটাল টিমের সাথে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বিশ্বের বিভিন্ন দেশে আছেন কমপক্ষে দেড় কোটি প্রবাসী। এর মধ্যে মধ্যপ্রাচ্যেই আছেন প্রায় কোটি প্রবাসী বাংলাদেশি। যাদের অনেকেই দালাল চক্রের খপ্পর, প্রতারণা, অধিক অভিবাসন খরচসহ নানা ধরনের সমস্যায় পড়েন। মালয়েশিয়া, সৌদি আরবসহ বিভিন্ন শ্রমবাজারে কর্মী-শ্রমিকদের জন্য প্রয়োজনীয় ও সচেতনায় কনটেন্ট তৈরি করবে মাইগ্রেশন কনসার্ন লিমিটেড, যাতে সহযোগিতা করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর।  

কনটেন্ট শেয়ারিংয়ের মাধ্যমে প্রবাসীদের অবাধ ও সঠিক তথ্যপ্রাপ্তির প্রত্যাশা জানান দুপক্ষই। চ্যানেল টোয়েন্টিফোরের সাথে মাইগ্রেশন কনসার্ন লিমিটেডের এই আয়োজন প্রবাসীদের প্রত্যাশা নিশ্চিত করবে বলে আশা করছেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক দিলু খন্দকার ও ডিজিটাল টিমপ্রধান রাজিব খান। অন্যদিকে মাইগ্রেশন কনসার্নের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান আবদুল্লাহ আল মাসুদ, সিইও জহিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সারোয়ার হোসেন ও ডিরেক্টর শোভন আরেফ।

Logo