Logo
×

Follow Us

বাংলাদেশ

কুয়েতে মদ তৈরির ঘটনায় কোনো বাংলাদেশি জড়িত নন: দূতাবাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৮:৪৩

কুয়েতে মদ তৈরির ঘটনায় কোনো বাংলাদেশি জড়িত নন: দূতাবাস

কুয়েতে বিষাক্ত মদ তৈরির অভিযোগে প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশি নাগরিককে মূলহোতা হিসেবে চিহ্নিত করার প্রতিবাদ জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাস। ১৭ আগস্ট দ্য টাইমস পত্রিকায় প্রকাশিত “BANGLADESHI, NEPALI and INDIAN ARRESTED IN TOXIC LIQUOR CASE” শীর্ষক প্রতিবেদনে ‘ডেলোরা বারকাশ দারাজি’ নামে এক ব্যক্তিকে বাংলাদেশি বলা হয়, যা দূতাবাস ‘গভীর উদ্বেগের’ সঙ্গে প্রত্যাখ্যান করেছে।

দূতাবাস জানায়, উল্লিখিত নামটি বাংলাদেশি নামের ধরন থেকে ভিন্ন হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে যাচাই করা হয়। ১৭ আগস্ট দূতাবাসের প্রতিনিধি ওয়াফরা থানায় গিয়ে আহমাদি জেলা তদন্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন। কুয়েতি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, গ্রেফতার হওয়া ৬৭ জনের মধ্যে কেউই বাংলাদেশি নন। এমনকি মৃত বা আহতদের মধ্যেও কোনো বাংলাদেশি ছিলেন না।

দূতাবাস বিবৃতিতে বলেছে, “তথ্যগত ভুল ও পক্ষপাতদুষ্ট কাঠামো” শুধু বাংলাদেশি সম্প্রদায়ের সুনাম ক্ষুণ্ন করে না, বরং বিদেশিদের প্রতি ঘৃণা ও ভীতি উসকে দিতে পারে। যথাযথ যাচাই ছাড়া বাংলাদেশিকে মূলহোতা হিসেবে চিহ্নিত করাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সালমানিয়া এলাকায় নেপালি নাগরিক ভুবন লাল তামাংকে হাতেনাতে আটক করা হয়, যার কাছ থেকে বিষাক্ত মিথানল উদ্ধার করা হয়। পরে ভারতীয় নাগরিক বিশাল ধানয়াল চৌহান ও নেপালি নাগরিক নারায়ণ প্রসাদ ভশ্যালকে গ্রেফতার করা হয়। তারা সবাই স্থানীয়ভাবে মদ উৎপাদন ও বিতরণে জড়িত ছিলেন।

দূতাবাসের প্রতিবাদ ও কুয়েতি কর্তৃপক্ষের নিশ্চিতকরণের পর স্পষ্ট হয়েছে, এই চক্রে কোনো বাংলাদেশি জড়িত ছিলেন না। দ্য টাইমস পত্রিকার সম্পাদক জানিয়েছেন, প্রতিবেদনটি প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছিল।

তথ্যসূত্র: আরটিভি অনলাইন

Logo