Logo
×

Follow Us

বাংলাদেশ

মালয়েশিয়ার ভিসা স্ক্যাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১০:১০

মালয়েশিয়ার ভিসা স্ক্যাম

মালয়েশিয়ায় ৩০ দিনের ভিসামুক্ত প্রবেশ সুবিধাকে কেন্দ্র করে কর্মসংস্থানের নামে প্রতারণার ঘটনা বাড়ছে। সম্প্রতি ভারতের হাইকমিশন তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে, যেখানে বলা হয়েছে কিছু অসাধু ভিসা ও চাকরি এজেন্ট মালয়েশিয়ায় ভিসামুক্ত প্রবেশের সুযোগকে কাজে লাগিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করছে। একই ধরনের পরিস্থিতি বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে।

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়া অনেক শ্রমিক প্রতারণার শিকার হচ্ছেন। ভিসামুক্ত প্রবেশের সুযোগ থাকলেও সেটি শুধু পর্যটন বা স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য, চাকরির জন্য নয়। অথচ কিছু এজেন্ট এই নিয়মকে উপেক্ষা করে ভুয়া চাকরির প্রতিশ্রুতি দিয়ে পাসপোর্ট ও অর্থ হাতিয়ে নিচ্ছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, যারা চাকরির উদ্দেশ্যে ভিসামুক্ত প্রবেশের চেষ্টা করছেন, তাদের অনেককেই “নট টু ল্যান্ড” (NTL) ক্যাটাগরিতে ফেলে দেশে ফেরত পাঠানো হচ্ছে। এর পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে পর্যাপ্ত অর্থ না থাকা, আবাসনের প্রমাণ না থাকা, রিটার্ন টিকিট না থাকা এবং চাকরির উদ্দেশ্যে আগমন।

এ ধরনের পরিস্থিতিতে যাত্রীদের বিমানবন্দরের ভবনের মধ্যেই অবস্থান করতে হয়, যতক্ষণ না আগের ফ্লাইটে তাদের ফেরত পাঠানো যায়। এতে শুধু আর্থিক ক্ষতি নয়, মানসিক ও সামাজিক বিপর্যয়ও ঘটে।

বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় বসবাসরত ও ভ্রমণেচ্ছু নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে কোনো ধরনের চাকরির প্রলোভনে পড়ে ভিসামুক্ত স্কিম ব্যবহার না করতে এবং ভ্রমণের আগে মালয়েশিয়ার অভিবাসন নীতিমালা ভালোভাবে জেনে নিতে। একই সঙ্গে অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই বিদেশে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মালয়েশিয়ায় কর্মসংস্থান নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় আলোচনার মধ্যেই এই ধরনের স্ক্যাম বেড়ে চলেছে। ফলে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা।

তথ্যসূত্র: দ্য স্টারের প্রতিবেদনের আলোকে

Logo