Logo
×

Follow Us

বাংলাদেশ

জুলাই মাসে যে দেশ থেকে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১০:০৯

জুলাই মাসে যে দেশ থেকে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

চলতি বছরের জুলাই মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে আবারো শীর্ষ অবস্থানে রয়েছে সৌদি আরব। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, জুলাই মাসে মোট ২৪৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এই মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে, ৪২ কোটি ৬৩ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

সৌদি আরবের পর দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে, যার পরিমাণ ২৮ কোটি ৩৮ লাখ ৩০ হাজার ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য, যেখান থেকে এসেছে ২৮ কোটি ২৫ লাখ ৫০ হাজার ডলার। মালয়েশিয়া থেকে এসেছে ২৬ কোটি ৬৯ লাখ ৫০ হাজার ডলার, আর যুক্তরাষ্ট্র থেকে এসেছে ২২ কোটি ২১ লাখ ৯০ হাজার ডলার।

শীর্ষ ১০ দেশের তালিকায় আরো রয়েছে ইতালি (১৬ কোটি ৮৯ লাখ ৬০ হাজার), ওমান (১৩ কোটি ৯৭ লাখ ৯০ হাজার), কুয়েত (১০ কোটি ৫৬ লাখ ২০ হাজার), কাতার (৮ কোটি ৮০ লাখ ৬০ হাজার) এবং সিঙ্গাপুর।

এছাড়া অন্যান্য উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন (৬ কোটি ৩০ লাখ ৫০ হাজার), দক্ষিণ আফ্রিকা (৪ কোটি ২৬ লাখ ১০ হাজার), ফ্রান্স (৩ কোটি ২৮ লাখ ৫০ হাজার), দক্ষিণ কোরিয়া (২ কোটি ১১ লাখ ২০ হাজার), গ্রিস (১ কোটি ৬৬ লাখ), জর্ডান (১ কোটি ৬০ লাখ ৬০ হাজার) এবং কানাডা (১ কোটি ৬০ লাখ ২০ হাজার মার্কিন ডলার)।

গত কয়েক মাসের তুলনায় জুলাইয়ে রেমিট্যান্সের পরিমাণ কিছুটা কম হলেও সৌদি আরবের অবস্থান অপরিবর্তিত রয়েছে। জুন মাসে দেশটি থেকে এসেছিল ৪৬ কোটি ৯০ লাখ ডলার, মে মাসে ৫৩ কোটি ৩৪ লাখ এবং এপ্রিল মাসে ৪৯ কোটি ১৪ লাখ ২০ হাজার ডলার।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সংখ্যা বেশি হওয়ায় দেশটি দীর্ঘদিন ধরেই রেমিট্যান্সের শীর্ষ উৎস হিসেবে রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও ওমান থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংক বলছে, রেমিট্যান্স প্রবাহ ধরে রাখতে প্রবাসীদের জন্য ব্যাংকিং চ্যানেল সহজতর করা, প্রণোদনা অব্যাহত রাখা এবং হুন্ডি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক

Logo