Logo
×

Follow Us

বাংলাদেশ

মালয়েশিয়ার নিউজ আপডেট

স্বচ্ছ প্রক্রিয়ায় শ্রমিক পাঠাতে একমত বাংলাদেশ ও মালয়েশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১৫:১৯

স্বচ্ছ প্রক্রিয়ায় শ্রমিক পাঠাতে একমত বাংলাদেশ ও মালয়েশিয়া

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, স্বচ্ছ ও শ্রমিকবান্ধব প্রক্রিয়া নিয়ে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার সাথে এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। তিনি বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশ সাধারণত বাংলাদেশের শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় আরো স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার বিষয়ে ব্যাপক আলোচনা করেছে।

সম্প্রতি তার তিন দিনের সফরের দ্বিতীয় দিন ১২ আগস্ট মঙ্গলবার এসব বিষয়ে গভীরভাবে আলোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে। তিনি বিদ্যমান ব্যবস্থার সব ত্রুটি স্বীকার করে তা সরিয়ে ফেলে দুই দেশের জন্য সহজ ও স্বচ্ছ প্রক্রিয়া করার ইচ্ছা প্রকাশ করেছেন। 

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, “আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। কেমন করে মালয়েশিয়া সরকারের জন্য কোনো সমস্যা ছাড়া এগিয়ে যাওয়া যায়। আমরা নিজেদের প্রতিজ্ঞা করেছি সিস্টেমটিকে পরিপূর্ণ, সহজ এবং স্বচ্ছ করে তুলতে।”  

এছাড়া তিনি বলেন, মালয়েশিয়ার প্রয়োজন বিদেশি শ্রমিক এবং বাংলাদেশও চায় যে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও সম্মানজনক হোক। তাদের যথাযথ অধিকার এবং সুবিধা প্রদান নিশ্চিত করা হোক।

“মালয়েশিয়ার লোক প্রয়োজন এবং তাদের এখানে আসতে হবে, যাতে তারা নিজেদের ও পরিবারের জন্য জীবিকা নির্বাহ করতে পারে। তাই উভয় পক্ষেরই একে অপরকে প্রয়োজন। সদিচ্ছার অভাব নেই। মিথ্যাচার কোথায় হচ্ছে খুঁজে বের করা এবং সেগুলো পরিপূর্ণ করা- এটাই আমাদের কাজ।”  

২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় বসবাসরত বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ছিল প্রায় ৮ লাখ ৯৮ হাজার ৯৭০ জন, যা সংখ্যার দিক থেকে সবচেয়ে বড় গ্রুপ। তারা প্রধানত নির্মাণ, উৎপাদন, প্ল্যানটেশন এবং সেবা খাতে নিয়োজিত রয়েছেন।

মালয়েশিয়া হোম মিনিস্ট্রি ৮ আগস্ট থেকে বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে, যা কুয়ালালামপুর-ঢাকা-মালয়েশিয়ার মধ্যে শ্রম সম্মত ও নিয়ন্ত্রিত সম্পর্কের প্রতীক স্থাপন করেছে। 

বর্তমানে দেশটিতে কলিং ভিসা বন্ধ রয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতা, উন্মুক্ত প্রতিযোগিতা বজায় রাখার দাবি জানিয়ে আসছিল দেশের রিক্রুটিং এজেন্সিগুলো। শ্রমিকদেরও দাবি, কম টাকায় মালয়েশিয়া যাওয়ার। বিগত আওয়ামী লীগ আমলে এই শ্রমবাজারে সিন্ডিকেটের কারসাজি আর নানা বিতর্কের কারণে ২০২৪ সালে বন্ধ হয়ে যায় মালয়েশিয়ায় কর্মী পাঠানো। যদিও অন্তর্বর্তী সরকারের সময় এই শ্রমবাজারে কর্মী পাঠানো নিয়ে আবারো আলোচনা শুরু হয়। তারই পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ১১ থেকে ১৩ আগস্ট তিন দিনের সফরে যান মালয়েশিয়ায়।

Logo