Logo
×

Follow Us

বাংলাদেশ

বিমানবন্দরেই প্রতারণার ফাঁদ: প্রবাসীদের দেশে ফেরার আনন্দ মাটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১২:১০

বিমানবন্দরেই প্রতারণার ফাঁদ: প্রবাসীদের দেশে ফেরার আনন্দ মাটি

বিদেশে দীর্ঘ শ্রমজীবন শেষে দেশে ফেরার আনন্দ অনেক সময় মাটি হয়ে যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার মুহূর্তেই। মাইক্রোবাস সেবার নামে গলাকাটা ভাড়া, অনভিজ্ঞ চালক, অশোভন আচরণ এবং যাত্রাপথে ডাকাতির ঘটনা প্রবাসীদের জন্য দেশে ফেরাকে করে তোলে এক বিভীষিকা।

২০২৫ সালের মার্চে কুমিল্লা পুলিশ সুপার নজর আহমেদ খান এক সংবাদ সম্মেলনে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবাসীদের লক্ষ্য করে ডাকাতির ঘটনা বেড়েছে। একটি সংঘবদ্ধ চক্র বিমানবন্দর থেকে প্রবাসীদের গাড়ির তথ্য সংগ্রহ করে, তারপর মেঘনা ব্রিজ টোল প্লাজা থেকে অনুসরণ করে নির্জন স্থানে গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে লুটপাট চালায়।

আরো ভয়াবহ ঘটনা ঘটে ২০২৫ সালের জুলাইয়ে, যখন লন্ডন থেকে আসা এক প্রবাসী পরিবারকে ডিবি পুলিশ সেজে ছিনতাইকারীরা ঢাকার বনানী কবরস্থানের কাছে থামিয়ে লুট করে নেয় প্রায় ১৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার, দুটি আইফোন ও নগদ অর্থ। পরিবারটি বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেছিল, যা ছিল অপরিচিত ও অনিরাপদ।

এর আগেও ২০২১ সালে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়, যারা প্রবাসীদের বিমানবন্দর থেকে গাড়িতে তুলে অপহরণ করে, কখনো নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে লুটপাট চালাতো। তদন্তে জানা যায়, তারা এক বছরে ৫০টির বেশি ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল।

সম্প্রতি নোয়াখালীতে এক অনভিজ্ঞ চালকের ভুল সিদ্ধান্তে এক প্রবাসীর পরিবারের সাত সদস্যের মৃত্যু হয়, যা প্রমাণ করে শুধু প্রতারণা নয়, অদক্ষতা ও দায়িত্বহীনতাও প্রাণঘাতী হতে পারে।

এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা পরামর্শ দেন, প্রবাসীদের উচিত বিমানবন্দর থেকে সরকারি বা নিবন্ধিত পরিবহন সেবা ব্যবহার করা, চালকের পরিচয় ও গাড়ির তথ্য যাচাই করা এবং সম্ভব হলে আত্মীয়স্বজনের মাধ্যমে যাত্রা নিশ্চিত করা।

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন একটি কেন্দ্রীয় পরিবহন তথ্যভাণ্ডার, যেখানে নিবন্ধিত গাড়ি ও চালকদের তথ্য থাকবে। পাশাপাশি বিমানবন্দরে প্রবাসী সহায়তা ডেস্কের মাধ্যমে নিরাপদ যাত্রা নিশ্চিত করা যেতে পারে।

দেশে ফেরার আনন্দ যেন বেদনায় না রূপ নেয়, এই চেষ্টাই হওয়া উচিত রাষ্ট্র ও সমাজের।

মাইগ্রেশন কনসার্ন রিপোর্ট

Logo