Logo
×

Follow Us

বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার ভিসাপ্রত্যাশীদের তিন দফা দাবিতে আন্দোলন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৮:৫৬

দক্ষিণ কোরিয়ার ভিসাপ্রত্যাশীদের তিন দফা দাবিতে আন্দোলন

দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের প্রত্যাশায় থাকা বাংলাদেশি ভিসাপ্রত্যাশীরা তিন দফা দাবিতে প্রবাসী কল্যাণ ভবন ঘেরাও করেছেন। ১৩ আগস্ট দুপুরে মানববন্ধন শেষে তারা ভবনের প্রবেশ ও বাহির হওয়ার ফটক বন্ধ করে দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আন্দোলনকারীদের অভিযোগ, ইপিএস পদ্ধতির মাধ্যমে কোরিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে বোয়েসেল ও এইচআরডি-কোরিয়ার মধ্যে সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনা রয়েছে। বোয়েসেলের কর্মকর্তাদের অদক্ষতা ও অবহেলার কারণে চাহিদার চেয়ে অতিরিক্ত সার্কুলার দিয়ে রোস্টার তৈরি করা হয়েছে, যার ফলে হাজার হাজার ভিসাপ্রত্যাশী ডিলিট হয়েছেন এবং আরো অনেকে ঝুঁকিতে রয়েছেন।

তাদের দাবি, ভাষা ও স্কিল টেস্টে উত্তীর্ণ প্রায় ২১ হাজার ভিসাপ্রত্যাশী দুই বছর ধরে রোস্টারভুক্ত হয়ে অপেক্ষায় রয়েছেন, কিন্তু কার্যকর পদক্ষেপের অভাবে তারা কোরিয়ায় যেতে পারছেন না।

তিন দফা দাবির মধ্যে রয়েছে:

১. বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক, নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যর্থতার দায় নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ।

২. ইপিএস সংকট নিরসনে রাষ্ট্রীয় কূটনৈতিক হস্তক্ষেপ এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি আলোচনার আয়োজন।

৩. বোয়েসেলের পুরাতন অনিয়ম ও কাঠামো ভেঙে নতুনরূপে প্রতিষ্ঠানটি সংস্কার।

এর আগে গত ২৯ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেও তারা কোনো ফলাফল পাননি। আন্দোলনকারীরা বলছেন, এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

তথ্যসূত্র: দৈনিক কালবেলা

Logo