মালয়েশিয়ার খবর ১২ আগস্ট
অবৈধ শ্রমিকদের বিষয়ে ইতিবাচক মালয়েশিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৯:১২

মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগের আলোচনা, আটটি সমঝোতা স্মারক সই হলেও দুই সরকার প্রধান ভুলে যাননি বাংলাদেশের কর্মী-শ্রমিকের কথা। দেশটিতে থাকা কর্মী-শ্রমিকদের সংকট আর সম্ভাবনা নিয়েও হয়েছে আলোচনা তাদের মধ্যে।
বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, আটকে পড়া বাংলাদেশের অবৈধ কর্মীদের সহায়তা করা মালয়েশিয়ার অগ্রাধিকার তালিকায় রয়েছে। আনোয়ার ইব্রাহিম আরো জানান, মালয়েশিয়া বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবেই বিবেচনা করছে। মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকার করছে। বাংলাদেশের কর্মীরা যাতে পরিবারের সাথে মিলিত হতে পারেন এবং চাকরিতে নিশ্চিন্তভাবে কাজ করতে পারেন, সে জন্য মাল্টিপল ভিসা সুবিধা দেওয়া হয়েছে।
আটকে পড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া এমন প্রতিশ্রুতি দিয়ে আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং থাইল্যান্ডের সাথে সমন্বয় করে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই মিয়ানমার সফরে যাবে একটি দল, যাতে দেশটিতে শান্তি প্রতিষ্ঠা করা যায়।
অন্যদিকে ড. মুহাম্মদ ইউনূস বিগত বছরগুলোতে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের সহায়তার জন্য মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ দিয়েছেন। বলেছেন, দেশটিতে কাজ করার সুযোগের জন্য দেশে শ্রমিকদের পরিবার ভালো আছে। মালয়েশিয়ায় বর্তমানে আছেন প্রায় ৯ লাখের মতো বাংলাদেশি শ্রমিক।
এদিকে, বারনামার আরেক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশি ৯ লাখ কর্মীকে মাল্টিপল ভিসা দেওয়ার মাধ্যমে একটি ইতিবাচক বার্তা দিয়েছে দেশটি। আর কুয়ালালামপুরে থাকা প্রবাসী সাংবাদিকদের মাধ্যমে আভাস পাওয়া যাচ্ছে, মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজার খুলে যেতে পারে বাংলাদেশিদের জন্য। তবে সেই শ্রমবাজারে সিন্ডিকেট থাকবে কিনা, সেটি এখনো স্পষ্ট নয়।