রোহিঙ্গা সংকট ও মিয়ানমার ইস্যুতে মালয়েশিয়া-বাংলাদেশের যৌথ অঙ্গীকার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১১:১১

রোহিঙ্গা সংকট ও মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মালয়েশিয়া ও বাংলাদেশ যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এই অঙ্গীকার উঠে আসে।
যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, “বাংলাদেশ বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর ভার বহন করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং শরণার্থীদের জন্য জরুরি মানবিক সহায়তা এখন অগ্রাধিকার”।
তিনি জানান, মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ডের মন্ত্রীদের সঙ্গে সমন্বয় করে একটি প্রতিনিধি দল মিয়ানমার সফরে যাবে। লক্ষ্য জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ এবং শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করা।
বৈঠকে আরো আলোচনা হয়- বিদেশি শ্রমিক, জ্বালানি, হালাল শিল্প এবং বিজ্ঞান-প্রযুক্তি ও STEM শিক্ষার বিষয়ে। ইউনূসের প্রস্তাব অনুযায়ী, মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে, যাতে তারা পরিবারে যাতায়াত ও কর্মস্থলে নিরাপত্তা অনুভব করতে পারে।
আনোয়ার ইব্রাহিম বলেন, “মুহাম্মদ ইউনূস শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অসাধারণ ভূমিকা রেখেছেন। তার মাইক্রোক্রেডিট ও শিক্ষা উদ্যোগ মালয়েশিয়ায়ও প্রশংসিত”।
ইউনূস বলেন, “আমরা মালয়েশিয়ার সহযোগিতা চাই, বিশেষ করে আসন্ন নির্বাচন ও রোহিঙ্গা সংকটে। মালয়েশিয়া যদি আসিয়ানের নেতৃত্বে এগিয়ে আসে, তাহলে সমাধানের পথ সুগম হবে”।
তিনি মালয়েশিয়াকে “দ্বিতীয় বাড়ি” হিসেবে অভিহিত করে বলেন, “আমরা চাই আরো তরুণ বাংলাদেশি মালয়েশিয়ায় এসে শিখুক, কাজ করুক এবং দেশে ফিরে নিজেদের উদ্যোগ গড়ে তুলুক”।
বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি, গবেষণা ও সেমিকন্ডাক্টর উন্নয়নসহ একাধিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। আগামীকাল ইউনূস UKM-এ পাবলিক লেকচার দেবেন এবং ‘ডক্টর অব ফিলোসফি ইন সোশ্যাল বিজনেস’ সম্মাননা গ্রহণ করবেন।
তথ্যসূত্র: নিউ স্ট্রেইট টাইমস মালয়েশিয়া