Logo
×

Follow Us

বাংলাদেশ

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে বিতর্কিত সিন্ডিকেটের দায়মুক্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৯:৩৮

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে বিতর্কিত সিন্ডিকেটের দায়মুক্তি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে দুর্নীতি ও মানব পাচারের অভিযোগে আলোচিত একটি সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্ত শেষে অভিযুক্তদের দায়মুক্ত ঘোষণা করেছে অপরাধ তদন্ত বিভাগ। এতে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের পরিবার এবং তিন সাবেক আওয়ামী লীগ এমপি অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন।

সিআইডি তাদের চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছে, অভিযোগগুলো “ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া” ছিল। সংস্থাটি মামলার বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের জন্য আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশও করেছে।

এই সিদ্ধান্ত এমন সময় এলো, যখন মালয়েশিয়ান সংবাদমাধ্যম মালয়েশিয়াকিনি জানায়, বাংলাদেশ সরকার মালয়েশিয়ার অনুরোধে তদন্ত বন্ধ করতে সম্মত হয়েছে। এর আগে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়া ঢাকাকে অনুরোধ করেছিল “অপ্রমাণিত অভিযোগ” প্রত্যাহার করতে, যাতে দেশটির মানব পাচার সংক্রান্ত আন্তর্জাতিক রেটিং উন্নত হয়।

তবে এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। তাদের মতে, এই দায়মুক্তি ভবিষ্যতে আরো সিন্ডিকেট গঠনের পথ খুলে দিতে পারে এবং শ্রমিকদের শোষণের ঝুঁকি বাড়াতে পারে।

মামলার বাদী ইতোমধ্যে আদালতে “নো কনফিডেন্স” আবেদন করেছেন সিআইডি এর তদন্তের ওপর অনাস্থা জানিয়ে।

উল্লেখ্য, এই মামলায় অভিযুক্তদের মধ্যে ছিলেন সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী (ফেনী-২), অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩) এবং বেনজীর আহমেদ (ঢাকা-২০)। এছাড়া সাবেক অর্থমন্ত্রীর স্ত্রী কাশ্মীরি কামাল ও কন্যা নাফিসা কামালের নামও উঠে আসে।

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

Logo