Logo
×

Follow Us

বাংলাদেশ

স্কলারশিপ আপডেট

চিভনিং স্কলারশিপের আবেদনের শেষ তারিখ ৭ অক্টোবর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ২১:৩৯

চিভনিং স্কলারশিপের আবেদনের শেষ তারিখ ৭ অক্টোবর

যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ চিভনিং স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের অর্থায়নে চলা এই স্কলারশিপে ৫ আগস্ট থেকে আবেদন করা যাচ্ছে, যা খোলা থাকবে এ বছরের ৭ অক্টোবর পর্যন্ত। বিশ্বজুড়ে ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম এমন মেধাবী ও যোগ্য ব্যক্তিদের যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ফুল ফান্ডেড স্কলারশিপ দিয়ে থাকে চিভনিং। 

বাংলাদেশের পেশাজীবী যেমন, সাংবাদিক, আইনজীবী, উন্নয়নকর্মী, উদ্যোক্তা, গবেষক, সরকারি কর্মকর্তাদের সাধারণত এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। তাছাড়া এই স্কলারশিপ অফিসের লক্ষ্য এমন ক্যান্ডিডেট নির্বাচন, যারা পড়াশোনা শেষে ফিরে যাবেন দেশে, অবদান রাখবেন নিজের কর্মস্থল ও দেশের। এই স্কলারশিপের আওতায় পড়াশোনা এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি। জীবনযাপনের খরচের জন্য ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে লন্ডনের ভেতর একজন ক্যান্ডিডেটকে ১৩শ পাউন্ডের বেশি দেওয়া হয়েছিল।

১৯৮৩ সালে চালুর পর থেকে ৩৭২ জনেরও বেশি বাংলাদেশি পেয়েছেন চিভনিং স্কলারশিপ। চিভনিং স্কলাররা আছেন ১৬০টিরও বেশি দেশে। যাদের রয়েছে একটি প্রভাবশালী এবং অত্যন্ত সম্মানিত বিশ্বব্যাপী নেটওয়ার্ক। চিভনিং স্কলারশিপ দেশে দেশে ভবিষ্যৎ পেশাজীবী নেতৃত্ব গড়ে তোলার প্রতি যুক্তরাজ্যের অঙ্গীকারেরই প্রতিফলন।

আগ্রহীরা  www.chevening.org ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারেন, জমা দিতে পারেন আবেদন। 

Logo