প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে অভিবাসন ব্যয় কমবে?

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৯:৩৬

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের মালয়েশিয়া সফর ঘিরে নতুন আশার আলো দেখছেন বাংলাদেশি কর্মীরা। সফরের অন্যতম আলোচ্য বিষয় অভিবাসন প্রক্রিয়া সহজ করা এবং কর্মীদের ব্যয় কমানো। বর্তমানে মালয়েশিয়ায় কাজ করতে যেতে একজন বাংলাদেশি শ্রমিকের গড়ে ২ থেকে ৩ লাখ টাকা খরচ হয়, যা অনেকের জন্য বড় বাধা।
সফরে অধ্যাপক ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে দুই দেশের মধ্যে শ্রম চুক্তি আরো স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। বাংলাদেশ সরকার চাইছে, রিক্রুটিং এজেন্সির সংখ্যা কমিয়ে সরকারি পর্যায়ে নিয়ন্ত্রণ বাড়ানো হোক, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে এবং কর্মীরা ন্যায্য খরচে বিদেশ যেতে পারেন।
প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, 'আমরা মালয়েশিয়া সরকারের সঙ্গে এমন একটি কাঠামো গড়তে চাই, যেখানে কর্মীরা সরাসরি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং খরচ হবে স্বচ্ছ ও নির্ধারিত।'
মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ৫ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। নতুন চুক্তির মাধ্যমে আরো ২ লাখ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে, তবে এবার সরকার চাইছে, নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও অতিরিক্ত খরচ যেন না থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, এই সফর যদি বাস্তব চুক্তিতে পরিণত হয়, তাহলে অভিবাসন ব্যয় কমবে, কর্মীরা উপকৃত হবেন এবং দেশের রেমিট্যান্স আয় আরো বাড়বে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরের ফলাফল অনুযায়ী নতুন নীতিমালা তৈরি করা হবে, যাতে বিদেশে কাজ করতে যাওয়া বাংলাদেশিদের জন্য পথ আরো সহজ হয়।
তথ্যসূত্র: ডেইলি সান