Logo
×

Follow Us

বাংলাদেশ

মাত্র ১ হাজার টাকায় জাপানি ভাষা শেখা যায়!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ১১:১৫

মাত্র ১ হাজার টাকায় জাপানি ভাষা শেখা যায়!

জাপানে উচ্চশিক্ষা, চাকরি কিংবা স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা থাকলে জাপানি ভাষা শেখা এখন আর বিলাসিতা নয়, বরং অপরিহার্য শর্ত। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে বিদেশিদের জন্য কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ বাড়লেও ভাষাগত দক্ষতা ছাড়া এসব সুবিধা পাওয়া কঠিন।

বিশ্বায়নের যুগে জাপানিদের ইংরেজি দক্ষতা বাড়লেও স্থানীয় সমাজে মিশতে এবং দৈনন্দিন জীবন সহজ করতে জাপানি ভাষার জ্ঞান অপরিহার্য। বিশেষ করে পরিবহন, স্বাস্থ্যসেবা, বাজার, প্রশাসনিক কাজসহ প্রতিটি ক্ষেত্রে ভাষা জানার সুবিধা জীবনের মান উন্নয়নে সহায়ক।

বাংলাদেশ থেকে জাপানে উচ্চশিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই বাড়ছে। অনেকে পড়াশোনা শেষে দেশে ফিরে এলেও চাকরির অভাবে অনেকেই জাপানে থেকে যেতে চান। জাপানের সামাজিক নিরাপত্তা, উন্নত জীবনযাত্রা এবং কর্মসংস্কৃতি তাদের আকৃষ্ট করে। তবে জাপানে স্থায়ীভাবে থাকতে হলে ভাষাগত দক্ষতা অর্জন করতেই হয়।

জাপান সরকার জনসংখ্যা হ্রাস ও বয়স্ক জনগোষ্ঠীর কারণে বিদেশি কর্মী নিয়োগে আগ্রহী। বাংলাদেশ সেই অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর একটি। কিন্তু কর্মী নিয়োগের ক্ষেত্রে জাপানি ভাষা জানা অন্যতম প্রধান শর্ত।

বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র জাপানি ভাষা (লেভেল-এন-৪) শিক্ষা কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতায় কোর্সটি হবে। কোর্সটি জাপান গমনে ইচ্ছুক কর্মীদের জন্য বিশেষভাবে করা হয়েছে।

আগ্রহী প্রার্থীকে বিএমইটির ওয়েবসাইট www.bmet.gov.bd থেকে ভর্তির নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে অথবা তথ্যকেন্দ্র বা প্রশিক্ষণ শাখা থেকে বিনা মূল্যে ফরম সংগ্রহ করে তা পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

যোগ্যতা থাকা সাপেক্ষে প্রার্থী বাছাইয়ে জাপানি ভাষা দক্ষতায় JLPT Level-NS পাস করা প্রার্থীরা অগ্রাধিকার পাবে। JLPT Level-N5 পাস করা প্রার্থী পাওয়া না গেলে NAT Level-N5 পাস করা প্রার্থীরা দ্বিতীয় অগ্রাধিকার পাবে। JLPT/NAT Level-N5 পাস করা পর্যাপ্ত সংখ্যক প্রার্থী না পাওয়া গেলে সে ক্ষেত্রে বিএমইটির নিয়ন্ত্রণাধীন ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জাপানি ভাষা শিক্ষা কোর্স সম্পন্নকারী আগ্রহী প্রার্থীদের ভর্তি করা হবে।

আবেদনের শেষ তারিখ: ২৪ আগস্ট ২০২৫, বিকেল ৪টা পর্যন্ত। ক্লাস শুরুর তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৫। ক্লাস হবে: সপ্তাহে ৫ দিন; রোববার থেকে বৃহস্পতিবার, প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত।

জাপানি ভাষায় দক্ষতা থাকলে শুধু চাকরি পাওয়া সহজ হয় না, বরং স্থানীয়দের সঙ্গে বন্ধুত্ব, সাংস্কৃতিক বোঝাপড়া এবং টিমওয়ার্কেও ইতিবাচক প্রভাব পড়ে। অনেক জাপানি কোম্পানি দ্বিভাষিক প্রার্থীদের অগ্রাধিকার দেয়, কারণ তারা কর্মক্ষেত্রে দ্রুত মানিয়ে নিতে সক্ষম।

বিশেষজ্ঞরা মনে করেন, জাপানে সফলভাবে বসবাস ও ক্যারিয়ার গড়তে চাইলে জাপানি ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়া জরুরি। এটি শুধু একটি ভাষা নয়, বরং জাপানি সমাজে আত্মস্থ হওয়ার চাবিকাঠি।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো

Logo