মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের সেবা ক্যাম্প সাময়িক স্থগিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২১:৩৮

মালয়েশিয়ার জহুর বাহরা প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ৯ থেকে ১০ আগস্ট যে ই-পাসপোর্টের আবেদন গ্রহণ ও বায়ো-এনরোলমেন্ট সেবা প্রদানের কথা ছিল, তা সাময়িকভাবে স্থগিত করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। ৮ আগস্ট হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তবে বিজ্ঞপ্তিতে এটাও জানানো হয়, পাসপোর্ট বিতরণ কার্যক্রম চলমান থাকবে এবং জহুর বাহরা প্রদেশের অগ্রণী রেমিট্যান্স হাইসে ৯ থেকে ১০ আগস্ট ২০২৫ সকাল ৯টা ৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া প্রবাসীরা পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।
বিশেষ পরিস্থিতির কারণে স্থগিত হওয়া সেবা কার্যক্রমের জন্য হাইকমিশনের পক্ষ থেকে প্রবাসীদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে। পরবর্তী সময়ে আবারো এ কার্যক্রম পরিচালনা করা হবে।
তথ্যসূত্র: মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন