মালয়েশিয়ার খবর ৯ আগস্ট
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা কার্যকর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২১:৩৫

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, ৮ আগস্ট থেকে বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (MEV) সুবিধা কার্যকর হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের যাতায়াত আরো সহজ হবে।
যেসব বাংলাদেশি শ্রমিকের বৈধ টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (PLKS) এবং চলতি বছরে সিঙ্গেল এন্ট্রি ভিসা রয়েছে, তাদের আলাদাভাবে MEV-এর জন্য আবেদন করতে হবে না। ভিজিট পাস নবায়নের সময় MEV স্বয়ংক্রিয়ভাবে ইস্যু করা হবে।
এই সুবিধাটি মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ আন্তর্জাতিক প্রবেশপথে ভিজিট পাস ধারকদের জন্য সমন্বয় করবে। এতে ভিসা ব্যবস্থাপনা আরো সুশৃঙ্খল হবে এবং ভিসা অপব্যবহারের ঝুঁকি কমবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ মালয়েশিয়ার শ্রম ব্যবস্থাপনায় বৈধ বিদেশি শ্রমিকদের চলাচল নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়াবে এবং বিদেশে মালয়েশিয়ান দূতাবাসে ভিসা আবেদনের চাপ কমাবে।
এছাড়া, এই উদ্যোগ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো দৃঢ় করবে, বিশেষ করে নৈতিক ও নিয়ন্ত্রিত শ্রম সহযোগিতার ক্ষেত্রে। এটি মালয়েশিয়ার শ্রম আইন ও আন্তর্জাতিক মান অনুযায়ী বৈধ শ্রমিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতির প্রতিফলন।
মন্ত্রণালয় আরো বলেছে, “আমরা শ্রমিকদের সুবিধা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সেই লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
এই সিদ্ধান্ত বাংলাদেশি শ্রমিকদের জন্য যেমন স্বস্তির, তেমনি মালয়েশিয়ার শ্রমবাজারে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির দিকেও একটি বড় অগ্রগতি।
তথ্যসূত্র: বারনামা