Logo
×

Follow Us

বাংলাদেশ

মালয়েশিয়ায় প্রবাসীদের মধ্যে মাদারীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার লোক বেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২১:৩৪

মালয়েশিয়ায় প্রবাসীদের মধ্যে মাদারীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার লোক বেশি

মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা প্রায় ৯ লাখের কাছাকাছি পৌঁছেছে, যা দেশটিতে বিদেশি কর্মীদের মধ্যে সর্বোচ্চ। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিমের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ পর্যন্ত ৮ লখ ৯৮ হাজার ৯৭০ জন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় কাজ করছেন। তবে এই বিপুল সংখ্যক শ্রমিকের মধ্যে বাংলাদেশের কোন জেলা থেকে সবচেয়ে বেশি মানুষ মালয়েশিয়ায় গেছেন, তা নিয়ে আগ্রহ বাড়ছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকের বড় অংশই এসেছে মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও সিলেট জেলার বিভিন্ন অঞ্চল থেকে। বিশেষ করে মাদারীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রমিকের উপস্থিতি উল্লেখযোগ্য, যেখানকার বহু পরিবারই প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, মালয়েশিয়া বাংলাদেশকে শ্রমিক নিয়োগে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং প্রথম দফায় ৭ হাজার ৯২৬ জন শ্রমিকের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই তালিকায়ও মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার শ্রমিকের সংখ্যা বেশি বলে জানা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব জেলার মানুষ দীর্ঘদিন ধরে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রাখেন এবং স্থানীয় রিক্রুটিং এজেন্সিগুলোর সক্রিয়তা তাদের মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ বাড়িয়েছে। পাশাপাশি মালয়েশিয়ার নির্মাণ, কৃষি ও পরিষেবা খাতে এসব জেলার শ্রমিকের দক্ষতা ও পরিশ্রমের সুনাম রয়েছে।

এই প্রবণতা শুধু অর্থনৈতিক নয়, সামাজিকভাবেও প্রভাব ফেলছে। প্রবাসী আয় দিয়ে এসব জেলার বহু পরিবার ঘরবাড়ি নির্মাণ, শিক্ষায় বিনিয়োগ এবং ব্যবসা শুরু করছে। ফলে মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের জেলা ভিত্তিক পরিসংখ্যান শুধু সংখ্যার হিসাব নয়, বরং বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি।

তথ্যসূত্র: দৈনিক কালের কণ্ঠ, দৈনিক প্রথম আলো, ঢাকা পোস্ট

Logo