Logo
×

Follow Us

বাংলাদেশ

দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের দেশ ভাবনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ২১:৩১

দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের দেশ ভাবনা

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে বসবাসরত প্রায় ৫ লাখ বাংলাদেশি প্রবাসী প্রতিদিনই দেশকে মনে রাখেন- কখনো পরিবারের চিন্তায়, কখনো দেশের উন্নয়ন নিয়ে ভাবনায়। তবে এই ভাবনার রূপ কখনো আবেগময়, কখনো বাস্তবতাবাদী।

দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে দেখা যায়, অনেক বাংলাদেশি প্রবাসী দুবাইয়ে বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন। চট্টগ্রামের মোহাম্মদ আতিকের মতো অনেকে সাড়ে ছয় লাখ টাকা খরচ করে আজমান বা দুবাইয়ে এসেছেন, কিন্তু কাজ না পেয়ে পার্ক বা মসজিদে রাত কাটাচ্ছেন। দেশ থেকে প্রতি মাসে টাকা পাঠাতে হচ্ছে, যা রেমিট্যান্সের বদলে উল্টো বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তবুও এই কঠিন বাস্তবতার মাঝেও প্রবাসীদের দেশ ভাবনা থেমে নেই। ইত্তেফাকের এক প্রতিবেদনে দেখা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের আয়োজনে অংশ নিয়ে প্রবাসীরা ভাষা ও সংস্কৃতির প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেছেন। নারায়ণগঞ্জের সোনিয়া আকতার মুন বলেন, “বাংলায় কথা বলতে পারলে আনন্দ পাই। প্রবাসে থেকেও আমি বাংলার খোঁজ করি”।

রূপালী বাংলাদেশ-এর প্রতিবেদনে জানা যায়, আন্তর্জাতিক অভিবাসী দিবসে প্রবাসীরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের কথা বলেছেন। কনসাল জেনারেল রাশেদুজ্জামান বলেন, “অভিবাসীদের উন্নয়ন ও দেশের অর্থনীতিতে তাদের ভূমিকা অনস্বীকার্য”।

এসব আয়োজনে প্রবাসীদের অংশগ্রহণ যেমন দেশপ্রেমের প্রতিফলন, তেমনি তাদের বাস্তব জীবনের চ্যালেঞ্জও স্পষ্ট। কেউ রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন, কেউবা বেকারত্বের কারণে দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

তবু প্রবাসীদের দেশ ভাবনা শুধু অর্থনৈতিক নয়, এটি আত্মপরিচয়ের, সংস্কৃতির, এবং দায়িত্ববোধের। তারা চান একটি স্বচ্ছ, সমৃদ্ধ এবং মানবিক বাংলাদেশ; যেখানে তাদের শ্রমের মর্যাদা থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভালো দেশ গড়ে উঠবে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, দৈনিক রূপালী বাংলাদেশ

Logo